যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
ট্রাই দাবি করেছে, এই পদক্ষেপগুলির মধ্যেমে ভুয়ো কল বা এসএমএস সংক্রান্ত অভিযোগ অনেকটাই কমিয়ে এনেছেন গ্রাহকরা। তাদের বক্তব্য, টেলিকম সংস্থাগুলি তাদের কাছে যে তথ্য তুলে ধরেছে, তাতে চলতি বছরের আগস্ট মাসে অভিযোগের সংখ্যা ছিল ১ লক্ষ ৮৯ হাজার। সেপ্টেম্বরে সেটা কমে দাঁড়ায় ১ লক্ষ ৬৩ হাজারে। অক্টোবরে তা আরও কমে ১ লক্ষ ৫১ হাজারে নেমেছে। অর্থাৎ দু’মাসে প্রায় ২০ শতাংশ অভিযোগ কমানো গিয়েছে বলে দাবি করেছে ট্রাই।
এর আগে টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, প্রায় ৮০০টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রায় ১৮ লক্ষ মোবাইল ফোন নম্বর। ওইগুলি থেকে নানারকমের সন্দেহজনক ফোন কল পেত সাধারণ মানুষ। ট্রাইয়ের দাবি, ভুয়ো কল ও মেসেজ রুখতে তারা ধারাবাহিকভাবে চেষ্টা চালাচ্ছে। তাতে সুষ্ঠুভাবে ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত ১৩ হাজার সংস্থা মোবাইল পরিষেবা কোম্পানিতে তাদের নাম নথিভুক্ত করেছে। এরপর আগামী দিনে আরও বেশি সংখ্যক সংস্থা এই কাজে এগিয়ে আসবে বলে মনে করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া।