কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১৫ ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রা টানা পাঁচ-ছ’দিন চললে শীত এসে গিয়েছে বলে ধরা হয়। আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে এমন পরিস্থিতি আসতে পারে ডিসেম্বর মাসের মাঝামঝি সময়ে। তখন আনুষ্ঠানিকভাবে বলা যাবে, শীত এসেছে। তবে এখনই মানুষ শীত টের পেতে শুরু করেছেন। সকালের দিকে বেশ ঠান্ডা লাগছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কোনও বড় ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ‘বুলবুল’ চলে যাওয়ার পরও একই পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার দিকে ইতিমধ্যেই কোথাও কোথাও তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। সেই সব জায়গায় তাপমাত্রা আগামী ক’দিনে আরও কমবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। অর্থাৎ আজ-কালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ‘স্বাভাবিক’ হলে তা নেমে যাবে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে। ফলে রাতের দিকে ঠান্ডা লাগবে ভালোই। তবে এ বছর কতটা শীত পড়তে পারে, সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না আলিপুর আবহাওয়া দপ্তর।