নিজস্ব প্রতিনিধি, বারাসত: ত্রিস্তরীয় পরিকাঠামোয় উন্নয়ন করতে গেলে কী কী প্রয়োজন, কীভাবে পরিষেবাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া যায়, সেই ‘পাঠ’ নিতে ওড়িশা থেকে জনপ্রতিনিধিদের একটি দল ঘুরে গেল উত্তর ২৪ পরগনায়। সোমবার সকালে এই দলটি আসে জেলা পরিষদে। সেখানে উন্নয়ন সংক্রান্ত কাজের বিভিন্ন নথি সংগ্রহ করেন। এরপর তাঁরা যান আমডাঙা ব্লকে। সেখানে বিডিও অফিসে বৈঠক করার পর ২২ জনের এই দল বোদাই গ্রাম পঞ্চায়েতে যায়। সেখানে বৈঠকের পাশাপাশি উন্নয়নমূলক কাজের হাল-হকিকত জানতে চান। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, এই টিম বেশ কিছু তথ্য নিয়ে গিয়েছে। তাঁরা ওড়িশায় একে মডেল হিসেবে তুলে ধরবেন। তাতে কন্যাশ্রী, সবুজসাথী, পথশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প রয়েছে। বিভিন্ন প্রকল্পের ভিডিও তাঁদের দেওয়া হয়েছে। ওড়িশায় তাঁরা এভাবে প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, রাজ্য সরকারের একাধিক প্রকল্প বিশ্ব দরবারে সমাদৃত। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, রূপশ্রী, সমব্যাথী বা পথশ্রীর মতো একাধিক প্রকল্প বাংলার গ্রামীণ এলাকার ভোল বদলে দিয়েছে। উন্নতি ঘটিয়েছে গ্রামীণ অর্থনীতিরও। এই প্রকল্পগুলি দেশের কাছেও আজ মডেলে পরিণত হয়েছে। এইসব প্রকল্প গ্রামীণ এলাকায় কীভাবে চলছে, মানুষ কীভাবে এর সুফল পাচ্ছেন, তা জানতেই উত্তর ২৪ পরগনায় ঘুরলেন ওড়িশার এই প্রতিনিধিরা। -নিজস্ব চিত্র