যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
আদালতের পাশে বিশাল জলাশয়টি এলাকার মানুষের কাছে সাহেব পুকুর নামে পরিচিত। পুকুরটি মহকুমা শাসকের অধীনে থাকলেও মাছচাষ করার জন্য লিজ দেওয়া হয়েছিল স্থানীয় এক ব্যক্তিকে। শনিবার পুকুরে মাছ মরতে শুরু করে। রবিবার বিকেলের মধ্যে মৃত মাছে ভরে যায় গোটা পুকুর। সকলেরই অনুমান, পুকুরে কেউ বিষ মিশিয়েছে। শত্রুতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। পুকুরের পাশেই রয়েছে পুরসভার একাধিক মার্কেট। রয়েছে তৃণমূলের জেলা কার্যালয়।
স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত মিত্র বলেন, কয়েকদিন ধরে দেখছি পুকুরে মাছ মরে আছে। পচা মাছের দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এরপর তো মানুষ অসুস্থ হয়ে পড়বে!
বনগাঁ আদালতের আইনজীবী দিবাকর বিশ্বাস বলেন, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অবিলম্বে প্রশাসনের উচিত পুকুরটি পরিষ্কার করা। এবিষয়ে বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস বলেন, ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুরটি পরিষ্কার করা হচ্ছে।-নিজস্ব চিত্র