যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
স্থানীয় বাসিন্দা পালান নস্কর প্রায় কয়েক বিঘা জমিতে এই মাছের ভেড়ি নির্মাণ করছেন। তিনি বলেন, এইভাবে অনেকেই এই কাজ করছেন। তাঁর আজব যুক্তি, গাছ নাকি পোকায় খেয়ে নিচ্ছে। তাই কেটে ফেলছেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে রীতিমত জে সি বি মেশিন দিয়ে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। সেচদপ্তরের জায়গা জোর করে দখল করে নেওয়া হয়েছে। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায় এর আগেও ম্যানগ্রোভ কেটে ভেড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল। একই অবস্থা হয়েছিল অম্বিকানগর কেল্লা এলাকাতে। পুলিস ও বনদপ্তরের কোনও নজরদারি নেই বলেই এমন কাজ বারবার হয়ে যাচ্ছে।-নিজস্ব চিত্র