Bartaman Patrika
কলকাতা
 

বিভাজনের নাগরিকত্ব আইনের বিরোধী বাংলা,
শহরে এসে বিক্ষোভের বহর টের পেলেন মোদি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআরসি বা সিএএ যে বাংলার সিংহভাগ মানুষ চায় না, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গণবিক্ষোভের মাধ্যমে সেই বার্তাই দিল কলকাতা। লক্ষণীয়ভাবে দুপুর থেকে রাত পর্যন্ত কেবল শহরেই নয়, রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের ব্যানারে আহুত এই বিক্ষোভ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নিয়েছিল ছাত্র-যুবরাই। শহর জুড়ে বিক্ষোভের ক্ষেত্রে ‘নরেন্দ্র মোদি গো ব্যাক’ স্লোগান মুখরিত কর্মসূচিতে দুপুর থেকে রাত পর্যন্ত সমর্থকদের জড়ো করার ক্ষেত্রে বামেরা বাকিদের টেক্কা দিয়েছে। তবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার শুরু হওয়া দলের ছাত্র সংগঠনের অবস্থান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে এনআরসি-সিএএ ইস্যুতে মোদিবিরোধী বিক্ষোভের গুরুত্ব বাড়িয়ে দেন। তবে এদিন রাতে রানি রাসমণিতে পুলিসের ব্যারিকেড ভেঙে তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চের কাছে চলে যায় বামপন্থী ছাত্রদের একটি বিশাল মিছিল। তা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হলে মিলেনিয়াম পার্কে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ করেই ফের ছুটে এসে পরিস্থিতি সামাল দেন মমতা। শেষমেশ যাই হোক না কেন, নাগরিকত্ব নিরূপণের ক্ষেত্রে তাঁর সরকারের গৃহীত নয়া আইন গায়ের জোরে লাগু করতে গেলে বাংলার মানুষ যে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে গর্জে উঠবে, এদিন তা ভালোমতোই টের পেলেন দেশের প্রধানমন্ত্রী।
সিএএ-এনআরসি নিয়ে ক্ষোভ আগে থেকেই ছিল। সম্প্রতি সেই ক্ষোভের আগুনে ঘি ঢালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কাণ্ড। তাই প্রধানমন্ত্রী শহরে এলে তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করে বামপন্থীরা। তামিলনাড়ু ও কর্নাটকে মোদিকে এই ধরনের বিক্ষোভ দেখানোর ঘটনায় তারা আরও উৎসাহিত হয়। সবশেষে বিজেপি শাসিত অসমে মোদি নিজের সফর বাতিল করায় উদ্যোক্তাদের উৎসাহ ও সাহস দ্বিগুণ হয়। বামেদের ডাকে সাড়া দেয় রা঩জ্যের অপর বিরোধী দল কংগ্রেসও। সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলির ছাড়াও এসইউসি এবং অন্যান্য বেশ কিছু ছোটখাট বাম দল ও সংগঠনও একই কর্মসূচি গ্রহণ করে। পরে ঘোষণা করলেও শাসকদল তৃণমূল তাদের ছাত্র সংগঠনকেও আসরে নামায়। কোথাও মিছিল, কোথাও মানববন্ধন করে তারা এদিন ময়দানে থাকে। ধর্মতলায় বৃহস্পতিবার থেকেই শুরু করে ধর্না। সব সংগঠনের লক্ষ্য ছিল এক—এনআরসি বা নয়া নাগরিকত্ব আইন বাতিল করতে হবে। দেশকে সাম্প্রদায়িক বিভাজনের হাত থেকে রক্ষা করতে কেন্দ্রকে এই নয়া আইন ফিরিয়ে নিতেই হবে। আর এই দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে এদিন কলকাতা সহ গোটা রা঩জ্যে প্রধানমন্ত্রীর কয়েকশো কুশপুতুল পুড়িয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
এদিন দুপুর গড়াতেই হাতিবাগান, কলেজ স্ট্রিট, যাদবপুর, গোলপার্ক, নন্দন চত্বর, বড়বাজার প্রভৃতি জায়গায় ছাত্র-যুবরা জড়ো হতে থাকেন। দমদম বিমানবন্দর, কৈখালি, রাজারহাট, চিনার পার্কের মতো জায়গাগুলিতেও একই ছবি ধরা পড়ে। মূলত এসএফআই, আইসার মতো বাম ছাত্র সংগঠন এর উদ্যোগ নেয়। তবে দল হিসেবে সিপিএম তাদের সাংগঠনিক শক্তিকেও কাজে লাগায় জমায়েতে ভিড় বাড়ানোর জন্য। বিমানবন্দরের এক ও আড়াই নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। কৈখালিতে প্রসেনজিৎ বসুদের নাগরিক সমাজের সমর্থকরা জড়ো হয় ভিআইপি রোডের ধারে। একই ছবি দেখা যায় ভাঙড় থেকে আসা বাম সমর্থকদের নিয়ে চিনার পার্কের জমায়েতেও। এসএফআই, ছাত্র পরিষদের সমর্থকরা হাতিবাগান ও কলেজ স্ট্রিট চত্বরে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। দাহ করে মোদির কুশপুতুল। রাস্তায় আল্পনা এঁকে ‘গো ব্যাক মোদি’ স্লোগানও লেখেন।
তবে মোদি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জমায়েত জমে ওঠে ধর্মতলায়। একের পর দল ও সংগঠনের মিছিল এসে লেনিন মূর্তির সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ শুরু করে। গোটা চৌরঙ্গি রোড তখন বিক্ষোভকারীদের দখলে। যানবাহন চলাচল আশপাশের রাস্তাতেও প্রায় বন্ধ। গো ব্যাক এবং আজাদি’র স্লোগানে গোটা এলাকা মুখরিত। বহু পথচলতি মানুষও তাতে যোগ দেয় ইস্যুর প্রতি সমর্থন জানিয়ে। তবে এরই মধ্যে রাজভবনে মোদি-মমতার একান্ত সাক্ষাৎকারের খবর আসতেই বিক্ষোভকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ তৈরি হয়। মহম্মদ সেলিমের মতো সিপিএম নেতা এই ধরনের বৈঠকের উদ্দেশ্য নিয়ে ঘোরতর সন্দেহ ব্যক্ত করেন।

মিলেনিয়াম পার্ক
মমতা ও ধনকারকে দু’পাশে বসিয়ে হাওড়া
ব্রিজে আলোকসজ্জার উদ্বোধন প্রধানমন্ত্রীর

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যায় মিলেনিয়াম পার্কের মঞ্চ থেকে এক ঝলমলে অনুষ্ঠানে দু’পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকারকে সঙ্গে নিয়ে হাওড়া ব্রিজের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশদ

  ‘যা চলছে, তা কি মেনে নেওয়া যায়’,
বৃদ্ধের কণ্ঠস্বরই ছিল কলকাতার ভাষা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রীর কলকাতা সফরের প্রতিবাদে তখন হাতিবাগান মোড়ে পড়ুয়াদের বিক্ষোভ চলছে, তখনই কানে এল, যা চলছে, যা হচ্ছে, সব কী মেনে নেওয়া যায়! দেশটাকে তো দ্বিতীয় আমেরিকা বানাতে চাইছেন মোদি। ফিরে তাকাতেই দেখা গেল, এই কণ্ঠস্বর এক বৃদ্ধের। তাঁর নাম বিশ্বজিৎ মাইতি।
বিশদ

মোদির সফরের মধ্যেই ধর্মতলায়
পরপর বিক্ষোভের অনুমতি পুলিসের
অবরোধ-যানজটে নাকাল জনতা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতকাল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতো ভিভিআইপি কলকাতা সফরে এলে সাধারণত, রানি রাসমণি অ্যাভিনিউ, মেট্রো চ্যানেল, ডোরিনা ক্রসিং, কে সি দাসের মোড়ের সামনে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দিত না লালবাজার। শনিবার দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে নিজেই বিপাকে পড়ল কলকাতা পুলিস।
বিশদ

 সোনারপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দিনের
আলোয় রাস্তার উপর খুনের চেষ্টা

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের কালিকাপুরের হাসানপুর সর্দারপাড়ার যষ্ঠ শ্রেণী উত্তীর্ণ এক ছাত্রী স্কুল যাওয়ার সময় নৃশংস হামলার শিকার হল। হামলাকারীরা মোটরবাইক নিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর গলায় আঘাত করে।
বিশদ

  জোয়ারের জলে ভেসে যাওয়ার পর নৈহাটিতে বিস্ফোরণস্থল পরিদর্শন ফরেনসিক দলের

 বিএনএ, বারাকপুর: বিস্ফোরণস্থল জোয়ারের জলে ভেসে যাওয়ার পর নৈহাটিতে পৌঁছল ফরেনসিক টিম। ঘটনার দু’দিন পর কেন ফরেনসিক? যা নিয়েও পুলিসের চূড়ান্ত গাফিলতি রয়েছে বলে অনেকের অভিযোগ। এখনও থমথমে ছাইঘাট এলাকা।
বিশদ

আন্দুলে পরপর দু’টি এটিএমে ৩৩ লক্ষ
টাকা লুট, একটিতে আগুন ধরাল দুষ্কৃতীরা

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের ব্যাঙ্কের এটিএম লুট করা হল হাওড়ায়। এবার আন্দুলে পরপর দু’টি এটিএম লুট করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে আন্দুল বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি ব্যাঙ্ক এবং কিছুটা দূরে দুইল্যাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট করে প্রায় ৩৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।
বিশদ

 চুঁচুড়ায় নাগরিকত্ব আইন বিরোধী মিছিলে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূল নেতৃত্বের

 বিএনএ, চুঁচুড়া: নাগরিকত্ব আইন বিরোধী মিছিলের বকলমে দলীয় ঐক্যের ছবি ফের একবার প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে শনিবার চুঁচুড়া বিধানসভা সদরের খাদিনা মোড় থেকে মিছিল ও ঘড়ির মোড়ে তৃণমূলের সভা হয়।
বিশদ

১৭ থেকে হাওড়া উৎসব, পরীক্ষার মুখে
হইচই, মাইকের ভয়ে কাঁটা এলাকাবাসীরা

বীরেশ্বর বেরা, হাওড়া: ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলবে জমজমাট মেলা ও উৎসব—‘হাওড়া উৎসব’। সেই মেলায় নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের রাইড, বহু খাবারের স্টল, হোটেল, মনোহারি দোকান সবই বসে। এলাকাবাসীদের অভিযোগ, এর ফলে টানা প্রায় দেড় মাস চূড়ান্ত সমস্যার সম্মুখীন হন তাঁরা।
বিশদ

থাকছে দেশি খাসি, রুই-কাতলা, মাছের ফিলেও
সুফল বাংলার স্টলে আসছে
পুষ্টিগুণে সমৃদ্ধ ‘কড়কনাথ মুরগি’

 অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া: বাঙালির রসনাতৃপ্তিতে দেশি মুরগি থেকে দেশি মাছ, দেশি খাসির মাংস থেকে মাছের ফিলে আনছে রাজ্য সরকার। এই জানুয়ারিতেই রাজ্যের সুফল বাংলার স্টলগুলিতে মিলবে নানা ধরনের মুরগির দেদার সম্ভার।
বিশদ

  দেবক গ্রামে এখনও ১৫০ বাড়িতে মজুত রয়েছে প্রচুর বিস্ফোরক, দাবি বাসিন্দাদের

 অভিমন্যু মাহাত, নৈহাটি, বিএনএ: দেবক গ্রামের ১৫০টি বাড়িতে মজুত রয়েছে বিস্ফোরক দ্রব্য। পুলিস এখনও গ্রামের একাংশে ঢুকতেই পারেনি। বিস্ফোরক দ্রব্য উদ্ধার হওয়া নিয়ে চিন্তিত পুলিস কর্তারাও। দেবক গ্রামে বিস্ফোরক দ্রব্য মজুত নিয়ে শাসক দল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
বিশদ

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই, বললেন পেট্রলিয়াম মন্ত্রী

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে ডলারের নিরিখে টাকার পতন, অন্যদিকে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি। সব মিলিয়ে প্রায় রোজই দাম বাড়ছে পেট্রল ও ডিজেলের। কিন্তু সেই দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কের কোনও প্রয়োজন নেই বলে জানালেন কেন্দ্রীয় ইস্পাত এবং পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিশদ

  অশোকনগরে স্কুলছাত্রীর ছবি ভাইরাল করায় গ্রেপ্তার ৩

 বিএনএ, বারাসত: অশোকনগরে দ্বাদশ শ্রেণীর স্কুলছাত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিস তিন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজু দত্ত, রসিক সরকার ও বিনয় দাস। ধৃতদের বাড়ি গুমার নেতাজিনগর ও কালীনগর এলাকায়। বিশদ

 মথুরাপুরে প্রসাদ খাওয়া থেকে মৃত আরও দুই

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুর থানার ভগবতীপুর গ্রামে প্রসাদ খাওয়া থেকে শনিবার আরও দু’জন মারা গেলেন। তাঁদের নাম বিশ্বনাথ কয়াল (৫৫) এবং তাঁর ছোট ছেলে সোমনাথ কয়াল (১৭)। শুক্রবার মারা যান বিশ্বনাথবাবুর স্ত্রী ও বড় ছেলে। এ নিয়ে একই পরিবারের ৪ জন মারা গেলেন। বিশদ

  পাঁচলায় বাস নয়ানজুলিতে, জখম ১০ যাত্রী

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাস নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল নয়ানজুলিতে। অল্পবিস্তর জখম হলেন ১০ জন যাত্রী। শনিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে পাঁচলা থানা এলাকার রানিহাটি রোডে মানিকপীরের কাছে। বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার চা বলয় হিসেবে পরিচিত চোপড়া ব্লকের একাধিক চা বাগান বন্ধ হয়ে রয়েছে। এর ফলে কাজ হারিয়েছে বহু শ্রমিক। কিছু বাগানে শ্রমিকরা কমিটি করে চালাচ্ছে। কোথাও আবার জমি মাফিয়াদের দখলে যাচ্ছে চা বাগান। কেটে নেওয়া হচ্ছে ...

সংবাদদাতা, কাঁথি: পথ দুর্ঘটনায় জখম পটাশপুরের বর্ষীয়ান এক তৃণমূল কর্মীর মৃত্যু হল। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুবোধচন্দ্র মাইতি(৭৫)।   ...

 গান্ধীনগর, ১১ জানুয়ারি (পিটিআই): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফর ঘিরে বিক্ষোভে উত্তাল শহরের বিভিন্ন প্রান্ত। তারই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন অমিত শাহ। গুজরাতের মাটি থেকে। ...

 বেঙ্গালুরু, ১১ জানুয়ারি: শনিবার ৪৭ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। স্বাভাবিক ভাবেই গোটা বিশ্ব থেকেই অগুনতি শুভেচ্ছা বার্তা পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় যুব দিবস
১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম
১৯৩৪: মাস্টারদা সূর্য সেনের ফাঁসি
১৯৫০: কলকাতায় চালু হল চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৭২.৭৮ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯৫.২৮ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
11th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০, ৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮, ৫২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯, ১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭, ০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ পৌষ ১৪২৬, ১২ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৩৪/৩৩
রাত্রি ৮/১২। পুষ্যা ১৩/৩৬ দিবা ১১/৫০। সূ উ ৬/২৩/২, অ ৫/৬/১৯, অমৃতযোগ দিবা ৭/৬ গতে ৯/১৪
মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৮ মধ্যে। রাত্রি ৭/৪৫ গতে ৯/৩২ মধ্যে পুনঃ ১২/১১ গতে ১/৫৭ মধ্যে পুনঃ ২/৫০ গতে উদয়াবধি, বারবেলা ১০/২৪
গতে ১/৪ মধ্যে, কালরাত্রি ১/২৩ গতে ৩/৩ মধ্যে। 
২৬ পৌষ ১৪২৬, ১২ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৩৯/৪৪/২৯ রাত্রি ১০/১৮/৫২। পুষ্যা ১৮/৪৮/৪৯ দিবা ১/৫৬/৩৬। সূ উ ৬/২৫/৪, অ ৫/৫/৫৫, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২
গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৫ মধ্যে। কালবেলা ১১/৪৫/২৯ গতে ১/৫/৩৬ মধ্যে, কালরাত্রি ১/২৫/২৩ গতে ৩/৫/১৭ মধ্যে । 
মোসলেম: ১৬ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
জাতীয় যুব দিবস১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম১৯৩৪: 'মাস্টারদা' সূর্য সেনের ফাঁসি১৯৫০: ...বিশদ

07:03:20 PM

ভদ্রেশ্বরে টোটোচালকের মানিব্যাগ ফেরাল ৫ম শ্রেণীর ছাত্র 
আজ দুপুরে ভদ্রেশ্বরের রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পায় ৫ম শ্রেণীর ...বিশদ

09:57:00 PM

কোচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রের 
রহস্যজনকভাবে কোচবিহারের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ...বিশদ

06:37:02 PM

বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্ব পেলেন সমিতকুমার দাস

04:56:00 PM

জম্মু ও কাশ্মীরের ত্রালে পুলিসের গুলিতে হত ৩ জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র 

04:12:42 PM