দেশ

শিশুদের অপুষ্টি সমস্যা প্রকট বিজেপি শাসিত রাজ্যগুলিতে, জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপুষ্টিতে ভুগছে ভারতের শিশুরা। বর্তমানে দেশের ৩২.১ শতাংশ পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডারওয়েটের শিকার। শুক্রবার লোকসভায় লিখিতভাবে এই কথা জানিয়েছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তালিকায় প্রথম পাঁচে থাকা রাজ্যগুলির মধ্যে তিনটিই বিজেপি শাসিত। শীর্ষে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে আর এক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য বিহার। এদিন অপুষ্টি সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর রাজ্যওয়াড়ি পরিসংখ্যান পেশ করেছেন। গত অক্টোবর মাসের খতিয়ান প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৬.৫ শতাংশ পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডারওয়েটের শিকার। বিহারের ২২.৯ শতাংশ শিশু ভুগছে এই সমস্যায়। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সংখ্যাটা ২০.৬ শতাংশ। এরপরেই রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এই রাজ্যের ১৯.৪ শতাংশ শিশু অপুষ্ঠিতে ভুগছে। পঞ্চম স্থানে রয়েছে ঝাড়খণ্ড। এই রাজ্যে কম ওজনের শিকার ১৯.৩ শতাংশ শিশু। কেন্দ্রের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার ১৩ শতাংশ। যদিও সার্বিকভাবে দেশে অপুষ্টির শিকার পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের হার আগের তুলনায় কমছে বলে এদিন দাবি করেছে কেন্দ্র। এক্ষেত্রে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (এনএফএইচএস) একাধিক খতিয়ান তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০০৫-২০০৬ সালে এনএফএইচএস (তিন)-এ সারা দেশে ৪২.৫ শতাংশ শিশু কম ওজনের শিকার ছিল। ২০১৫-১৬ সালে এনএফএইচএস (চার)-এ তা কমে দাঁড়ায় ৩৫.৮ শতাংশে। ২০১৯-২০২১ সালে যে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা হয়েছে, সেই এনএফএইচএস (পাঁচ)-এ ওই হার আরও কমে হয়েছে ৩২.১ শতাংশ। এরই পাশাপাশি ‘মিশন পোষণ ২.০’ কর্মসূচির আওতাতেও রাজ্যগুলিকে পর্যাপ্ত অর্থবরাদ্দ করা হচ্ছে বলে জানিয়েছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। 
12d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা