দেশ

নিজেদের স্বার্থেই হিন্দুদের অত্যাচার বন্ধ করুক বাংলাদেশ, কড়া বার্তা জয়শঙ্করের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত সরকার বাংলাদেশ নিয়ে এত নরম কেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার লাগাতার ভারতকে রক্তচক্ষু দেখাচ্ছে। বাংলাদেশের অন্দরে ভারত বিরোধী প্রচার চরমে। অথচ ভারত সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না কেন? ভারতের আচরণে বরং অনেক বেশি নরমপন্থা লক্ষ্য করা যাচ্ছে। মোদি সরকারকে এই মর্মে বিরোধীরা লাগাতার কোণঠাসা করছে। সংসদেও বারবার এই নিয়ে সরকারের বিবৃতি দাবি করেছে বিরোধীরা। প্রবল চাপে অবশেষে সংসদের অভ্যন্তর থেকে বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। শুক্রবার বিদেশমন্ত্রী  জয়শঙ্কর বলেছেন, আমাদের বিদেশ সচিব বাংলাদেশ থেকে ফিরেছেন। তিনি দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকাকে ভারতের উদ্বেগের কথা বলেছেন। তবে বাংলাদেশকে আমরা জানাতে চাই যে, তারা যেন নিজেদের স্বার্থেই হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্ক অনেক গভীর। নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই সম্পর্ক বজায় থাকবে এটা আশা করি। কিন্তু সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চলছে, সেটা অত্যন্ত চিন্তাজনক। বিদেশ সচিব এই বিষয়টি এবং ভারত যে উদ্বিগ্ন, সেটা ঢাকাকে জানিয়েছেন। আশা করা যায় বাংলাদেশ নিজেদের ভালোর জন্যই কিছু একটা ইতিবাচক ব্যবস্থা নেবে। 
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সরকারকে কংগ্রেসের মণীশ তিওয়ারি প্রশ্ন করেন ভারত তো সর্বদাই ‘প্রতিবেশী ফার্স্ট’ নীতির কথা বলে থাকে। কিন্তু ভারতের প্রতিবেশীরা কি আদৌ এরকম মনে করে? তাদের মনোভাব এবং আচরণে সেরকম মনে হয় না। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট অষ্টম সফর হিসেবে ভারতকে বাছাই করেছেন। নেপালের নতুন  প্রধানমন্ত্রী কোথায় প্রথম সফর করলেন? চীন। শ্রীলঙ্কার বিদেশি ঋণের ১৩ শতাংশই চীন থেকে নেওয়া। বাংলাদেশ ভারত বিরোধী হয়ে উঠছে। ভারতকে প্রতিবেশীরা কেউ বন্ধু ভাবে না কেন? প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ১৭ বছরে ভারত থেকে কোনও প্রধানমন্ত্রী নেপাল যাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ১৭ বছরে প্রথম গেলেন। নরেন্দ্র মোদি যাওয়ার আগে  ৩০ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা যাননি।  সুতরাং ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক  যথেষ্ট ভালো। লোকসভায় বিদেশমন্ত্রী এদিন বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত। তবে আগে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে পাকিস্তানের প্রভাব যখন ক্রমেই বাড়ছে, তখন বিদেশমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই বলে বিবৃতি দিলেন কেন? 
12d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা