দেশ

বিহারে পিএসসি পরীক্ষা পিছনোর দাবি তেজস্বীর

পাটনা: বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় নিয়ম বদলের অভিযোগে পথে নেমেছেন পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে তাঁদের পাঁশে দাঁড়ালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালু-পুত্রের দাবি, সার্ভারে সমস্যার জেরে লক্ষাধিক পরীক্ষার্থী আবেদনপত্র পূরণ করতে পারেননি। তাই পরীক্ষার দিন পিছনো হোক। আগামী ১৩ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়ার কথা পিএসসির। এই ইস্যুতে নীতীশ কুমার সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা। তেজস্বীর তোপ, ‘রাজ্যের এনডিএ সরকার আন্দোলনরত পিএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিছুই জানেন না। কমিশনের উদাসীনতায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। সরকার তাঁদের দাবিকে গুরুত্ব দিতে চাইছে না। আমরা তা হতে দেব না।’ 
কমিশনের চেয়ারম্যান পারমার রবি মনুভাই অবশ্য তেজস্বীর এই দাবি মানতে রাজি নন। তিনি বলেন, ‘ইতিমধ্যে পরীক্ষা ১৮ অক্টোবর থেকে পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছিল। প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে অবিচার করা হবে। ১৩ ডিসেম্বরের পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে।’ সার্ভারে সমস্যার অভিযোগ খারিজ করে কমিশনের চেয়ারম্যানের পাল্টা দাবি, ‘অক্টোবর থেকে পরীক্ষা নভেম্বরে পিছনোর সঙ্গে সঙ্গে আরও ১ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী তাঁদের নথিভুক্ত করেছেন। তখন সার্ভারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। এবার পরীক্ষা না নিলে আগামী এপ্রিল-মে মাসের আগে সময় পাওয়া যাবে না।’
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা