দেশ

সঙ্ঘের এজেন্ডাতেই সিলমোহর, জন্ম নিয়ন্ত্রণ বিল আনছে না সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জন্ম নিয়ন্ত্রণ নিয়েও কি মেরুকরণের রাজনীতি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার? প্রশ্নটা উঠছে, কারণ জানা যাচ্ছে, জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও বিল সংসদে আনা হবে না। অথচ সরকারিভাবে প্রচার চলছে, জন্ম নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার উপর জোর দেওয়া হচ্ছে। আর সেই উদ্যোগে সাফল্যও মিলেছে। তাহলে জন্ম নিয়ন্ত্রণ বিল কেন আনা হচ্ছে না? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সঙ্ঘ পরিবারের এজেন্ডাই কার্যকর করতে চায় মোদি সরকার। তাই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সেই পথে হাঁটার সিদ্ধান্ত। ‘হাম দো হামারে দো’ স্লোগান থেকে সরে আসার পক্ষেই সঙ্ঘ। অন্তত হিন্দুদের ক্ষেত্রে সন্তান সংখ্যা কমপক্ষে তিন থাকার পক্ষপাতী তারা। তাই এখন জন্ম নিয়ন্ত্রণ বিল এনে সন্তান সংখ্যা দু’ইয়ে সীমাবদ্ধ রখোর রাস্তায় হাঁটতে চায় না সরকার।
আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি বলেছেন প্রত্যেক হিন্দু দম্পতির অন্তত তিনটি সন্তান থাকা জরুরি। প্রাক্তন সরসঙ্ঘচালক সুদর্শনও একসময় বলেছিলেন, ‘এক বা দুই সন্তান তথ্যের ফাঁদে পা নয়। কমপক্ষে তিন। অধিক হলেও আরও ভালো। তা নাহলে একটা সময় এমন আসবে যে, উত্তরসূরি বলেই কিছু থাকবে না।’ আটেক দশকে হিন্দুত্ব এজেন্ডাকে উস্কানি দিতে আরএসএসের স্লোগানই ছিল ‘হিন্দু ঘটেগা তো দেশ বাঁটেগা।’ আরএসএসের আন্ডার-কার্পেট এজেন্ডা হল, সংখ্যালঘু মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ। সঙ্গে হিন্দুদের উস্কানি। একাধিক সন্তানে উৎসাহ। অথচ ধর্মনিরপেক্ষ ভারতে পৃথক নীতি সম্ভব নয়। সংবিধান বা সংসদ, কোনওটিই আরএসএসের গোপন এজেন্ডাকে সিলমোহর দেবে না।
আসলে সরকার প্রথমে ভেবেছিল, জন্ম নিয়ন্ত্রণ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ করবে। কিন্তু পৃথক ধর্মের জন্য পৃথক নীতি নেওয়া সম্ভব নয়। আবার সঙ্ঘও এখন চাইছে, সন্তান সংখ্যা বাড়ুক। তাই কেন্দ্রেরও নীতি বদলে গিয়েছে। তারা ওই বিলই আর আনতে চাইছে না।
বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, উত্তরপ্রদেশের মতো রাজ্যে গড়ে এক একজন দম্পতির তিনটি সন্তান। সার্বিক জন্ম হার দুইয়ে পৌঁছলেও পশ্চিমবঙ্গ, গুজরাত, হিমাচলপ্রদেশ, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরার মতো বিভিন্ন রাজ্যে গড় সন্তানের হার দুইয়ের কম। কোথাও ১.৩ তো কোথাও ১.১। পশ্চিমবঙ্গে ১.৬। গুজরাতে ১.৯। স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি সম্প্রতি সংসদ চত্বরে এক আলাপচারিতায় জানান, সিংহভাগ রাজ্যেই হার দুয়ের কম। তবে আমাদের টার্গেট, দুই থেকে ২.১।  রাজনৈতিক মহলের বিশ্লেষণে, এতেই স্পষ্ট বার্তা, দুয়ের অধিক। অর্থাৎ আরএসএসের বর্তমান অ্যাজেন্ডা!
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা