বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মুম্বইতে ফড়নবিশের শপথ অনুষ্ঠানে পকেটমারি

মুম্বই: একেই বোধহয় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো! চার হাজার পুলিসকর্মীর নজরদারি এড়িয়ে ১২ লক্ষ টাকার সামগ্রী হাতিয়ে নিল চোরের দল। তাও আবার কোথায়? মুম্বইয়ের আজাদ ময়দানে মহাযুতি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে। যে সময় এই চুরি হয়েছে, তখন শপথগ্রহণের মঞ্চে উপস্থিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন বেপরোয়া চুরি নিয়েই এখন হইচই মারাঠাভূমে। মুখ বাঁচাতে মুম্বই পুলিস চোর ধরতে উঠেপড়ে লেগেছে। একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা। কিন্তু ঘটনার তিনদিন পরেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার আজাদ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা নিয়ে দীর্ঘ জটিলতার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে সেখানে উপস্থিত হন দেবেন্দ্র ফড়নবিশ। ছিলেন দুই উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও অজিত পাওয়ার। বিরোধীদের পালের হাওয়া কেড়ে মহাযুতি জোট দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, তাই শপথের অনুষ্ঠানে আয়োজনের কমতি ছিল না। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া শপথের সাক্ষী থাকতে আজাদ ময়দানে ছিল তারকার মেলা। শিল্প থেকে সিনেমা, খেলা থেকে রাজনীতি-কোনও ক্ষেত্রের মানুষ বাদ পড়েননি। এছাড়া ছিল প্রচুর সাধারণ মানুষ। ভিআইপিদের জন্য নিরাপত্তারও কোনও খামতি ছিল না। কিন্তু কিছুই সেদিন দুষ্কৃতীদের ঠেকাতে পারেনি! ভিড়ের সুযোগে সোনার চেন থেকে শুরু করে নগদ টাকা ও মোবাইল ফোন-হাতিয়ে নেয় তারা। পাশাপাশি চলে পকেটমারি।পুলিসের দাবি, ময়দানে উপস্থিত জনতা যখন ২ নম্বর গেট দিয়ে বাইরে যাচ্ছিল তখনই তাদের টার্গেট করে দুষ্কৃতীরা। পরে হিসেব করে দেখা যায় ১২ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। কিন্তু এত পুলিসকর্মী উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল-তার কোনও উত্তর মুম্বই পুলিসের কাছে নেই। আজাদ ময়দান থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের থানা ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে কাউকে গ্রেপ্তার যায়নি।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা