বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘মহাযুতির জয়ে মানুষ খুশি  নয়’, তোপ দাগলেন শারদ

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা ভোট মেটার পর থেকেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলছে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি। নির্বাচনে অর্থ-ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছিলেন এনসিপি (এসপি) সুপ্রিমো শারদ পাওয়ার। আরও একবার ভোটের ফলাফল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। দাবি করলেন, বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটের জয় নিয়ে উৎসাহী নন আম জনতা। তাই বিরোধীদের উচিত ফের সাধারণ মানুষের কাছে ফিরে যাওয়া। শাসকদল নির্বাচনী প্রতিশ্রুতি যাতে পূরণ করে বিরোধীদের তা নিশ্চিত করতে হবে। 
শনিবার কোলাপুরে সাংবাদিক সম্মেলনে পওয়ার বলেন, ‘এটা সত্যি যে আমরা ভোটে পরাজিত হয়েছি। তবে মন খারাপ করার কিছু নেই। মানুষের কাছে ফিরতে হবে। নির্বাচনের ফল নিয়ে সাধারণ মানুষ খুশি নন। ক্ষোভ বাড়ছে।’ 
আর এই ইস্যুতে বিরোধী শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। রবিবার তিনি বলেন, ‘আপনারা জিতলে ইভিএমে কোনওরকম কারচুপি হয় না। কিন্তু হারলেই মেশিন খারাপ হয়ে যায়। এটা ঠিক নয়। কাজ দেখে মানুষ আমাদের ভোট দিয়েছেন। তাই কান্নাকাটি না করে আমাদের উন্নয়নমূলক কাজকে স্বীকার করুন। জনাদেশ মেনে নিন।’ সিন্ধের সুরেই সুর মিলিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপি নেতার তোপ, ‘পরাজয় স্বীকার করে নিলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আশা করি, আপনি সহকর্মীদের অন্তর থেকে বিবেচনা করার পরামর্শ দেবেন।’
প্রাপ্ত ভোটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কেন্দ্রের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন পাওয়ার। গতকাল তিনি বলেছিলেন, ‘কংগ্রেস ৮০ লক্ষ ভোট পাওয়া সত্ত্বেও মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, ৭৯ লক্ষ ভোট নিয়ে ৫৭টি আসনে জয়ী হয়েছে একনাথ সিন্ধের শিবসেনা। ৫৮ লক্ষ ভোট পেয়ে ৪১ আসন পেয়েছে এনসিপির অজিত শিবির। অথচ এনসিপি (এসপি) ৭২ লক্ষ ভোট পাওয়া সত্ত্বেও মাত্র ১০টি আসন জিতেছে।’ এর উত্তর দিতে গিয়ে লোকসভা ভোটের প্রসঙ্গ উল্লেখ করেছেন সিন্ধে। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে মহাযুতি জোটের পক্ষে গিয়েছিল ২ কোটি ৪৮ লক্ষ ভোট। অর্থাৎ ৪৩.৫৫ শতাংশ। আর মহাবিকাশ আঘাড়ি পেয়েছিল আড়াই কোটি ভোট (৪৩.৭১)। তবুও আসনে বড় ফারাক হয়েছে। সেক্ষেত্রে আমরা ইভিএম দুর্নীতির প্রসঙ্গ তুলতে পারি তো?’ 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা