দেশ

ইন্দোরে দিলজিতের শোকে ঘিরে গন্ডগোল! বিক্ষোভ দেখাল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা

ভোপাল, ৮ ডিসেম্বর: ফের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের কনসার্টকে ঘিরে গন্ডগোল। আজ, রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে কনসার্ট রয়েছে দিলজিতের। তার আগে কনসার্টস্থলের কাছেই বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। তাদের অভিযোগ, কনসার্ট কর্তৃপক্ষরা দিলজিতের শোতে আমিষ খাবার ও মদের স্টল দিচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীদের দাবি এইধরনের বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত আনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েকজন কর্মীরা কনসার্টস্থলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিসের সঙ্গে বচসাও করছেন। তাদের দাবি, দিলজিতের কনসার্টস্থল থেকে মদ ও আমিষ খাবারের স্টল সরাতে হবে। আজ, রবিবার সন্ধ্যা ৭টায় ইন্দোরে কনসার্ট রয়েছে দিলজিতের। যদিও ইন্দোর জোন ২-এর অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং জানিয়েছেন, এই কনসার্টের জন্য এখনও অনুমতি দেওয়া হয়নি। এখনও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন উঠছে, তবে কী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের আপত্তির জেরেই দিলজিতের কনসার্টে অনুমতি দিতে ঢিলেমি করছে ইন্দোর পুলিস? যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং। আর কয়েকঘণ্টা বাদেই ইন্দোরে লাইভ কনসার্ট রয়েছে দিলজিত দোসাঞ্জের। তার আগেই এখনও কনসার্টে অনুমতি নিয়ে জটিলতা থাকায় বিপাকে পড়েছেন সঙ্গীতশিল্পীর ভক্তরা। এর আগে হায়দারবাদেও দিলজিতকে পুলিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। যদিও সেটি শোয়ের অনুমতি সংক্রান্ত বিষয়ে নয়। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গানা পুলিস দিলজিতকে নোটিশ দিয়ে জানায়, নেশাজাতীয় বিষয়ের উল্লেখ রয়েছে যে গানে সেটি গাওয়া যাবে না। তাতে যুবসমাজে ভুল বার্তা যাবে। পাল্টা হায়দরাবাদে শো করতে উঠে তেলেঙ্গানা পুলিসকে মিষ্টি ভাষায় জবাব দিতে দেখা গিয়েছিল দিলজিতকে।
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা