বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হাজার টাকা! পেনশন মিলছে মাত্র ৩০০, ইপিএফও’র রিপোর্টে ৩৬ লক্ষ প্রবীণকে বঞ্চনা প্রকাশ্যে

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: নরেন্দ্র মোদির গ্যারান্টি—পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন এক হাজার টাকা। সত্যিই কি তাই? তাহলে এক একজন ৩০০ থেকে ৫০০ টাকা পাচ্ছেন কীভাবে? তাহলে ‘গ্যারান্টি’র নামে যা চলছে, তা কি স্রেফ ধাপ্পা? প্রশ্ন তুলে দিয়েছে খোদ পিএফ দপ্তরই! এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্প্রতি ২০২৩-২৪ অর্থবর্ষের আর্থিক রিপোর্ট তৈরি করেছে। তা সম্প্রতি পেশ হয়েছে কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে। সেখানেই তারা জানিয়েছে, এদেশে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পিএফের আওতায় পেনশন পেয়েছেন সাড়ে ৭৮ লক্ষেরও বেশি মানুষ। আর তাঁদের মধ্যে ৩৬ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ পেয়েছেন এক হাজার টাকার কম। শুধু তাই নয়, ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এক হাজার টাকার নীচের পেনশনভোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার! প্রবীণরা বলছেন, বেশিরভাগেরই মাসিক পেনশন ঘোরাফেরা করে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। অর্থাৎ পেনশনভোগীদের প্রায় অর্ধেককেই নামমাত্র পেনশন দিচ্ছে কেন্দ্র। 
ন্যূনতম পেনশন এক হাজার থেকে বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন ইপিএস-৯৫’এর আওতাধীন পেনশন প্রাপকরা। তাঁদের সংগঠন ন্যাশনাল অ্যজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন, ‘ন্যূনতম পেনশন এক হাজার টাকা করার সিদ্ধান্ত কিন্তু মোদি সরকারের নয়। ২০১৪ সালে ইউপিএ আমলে মনমোহন সিং এই ঘোষণা করেন এবং বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর ঘোষণা করেছিলেন, হাজার টাকা পেনশনের নামে কেন্দ্র ভিক্ষা দিচ্ছে। ওই টাকায় মানুষ বাঁচতে পারে না। তাঁরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা পেনশন দেবেন। কোথায় কী?’
কেন এই বঞ্চনা? পিএফ দপ্তর যে কারণগুলি সামনে আনে, তার মধ্যে অন্যতম কারণ কর্মচারীর চাকরির মেয়াদ। কেন্দ্রের যুক্তি, যাঁরা ৫৮ বছর বয়স পর্যন্ত চাকরি করেননি, তাঁরা ন্যূনতম পেনশন পাবেন না। অন্তত ১০ বছর চাকরি না করলেও মিলবে না ন্যূনতম পেনশন। কিন্তু বাস্তব কথা হল, যাঁরা এই শর্ত দু’টি পূরণ করতে পারেননি বা পারছেন না, তাঁদের অন্তত ৯০ শতাংশের সংস্থার ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। তাহলে তার দায় কেন কর্মচারীকে নিতে হবে? যদি কেউ কর্মরত থাকাকালীন মারা যান, তাহলেও তিনি মেয়াদ শেষ করতে পারবেন না। এক্ষেত্রেও ফ্যামিলি পেনশন এক হাজার টাকা দেয় না কেন্দ্র।
মোদি সরকার বারবার সামাজিক সুরক্ষার কথা বলে। কিন্তু যে টাকা পিএফের পেনশন বাবদ মাসের শেষে পাওয়া যায়, চড়া মূল্যবৃদ্ধির বাজারে তা কি আদৌ গ্রহণযোগ্য? ইপিএফও’র কেন্দ্রীয় অছি পরিষদের অন্যতম সদস্য এস পি তিওয়ারি বলেন, ‘আমি এগজিকিউটিভ কমিটির বৈঠকে ইস্যুটি তুলেছিলাম। আমার বক্তব্য ছিল, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির সূচক (ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার) ১০ বছরে ১.৭ গুণ বেড়েছে। কিন্তু পেনশনের অঙ্ক বাড়েনি। কমিটির চেয়ারম্যান হিসেবে শ্রমসচিব বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা