দেশ

উদ্ধবের দলের বিরুদ্ধে ক্ষোভ, মহা বিকাশ আঘাড়ি ছাড়ল সমাজবাদী পার্টি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ ছাড়িয়ে বাইরেও প্রভাব পড়েছে। ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল কি বাড়ছে? শনিবার এই জল্পনা আরও তুঙ্গে। কারণ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ঘোষণা করেছে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি জোটের সঙ্গ ত্যাগ করছে তারা। উদ্ধব থ্যাকারের শিবসেনার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন সমাজবাদী পার্টির আবু আজমি। শিবসেনার নেতা মিলিন্দ নাভেরকর সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বাবরি ধ্বংসের পক্ষে বিবৃতি দিয়েছেন। বলেছেন, যারা বাবরি ধ্বংস করেছে, তাদের জন্য তিনি গর্বিত। এর প্রেক্ষিতে সমাজবাদী পার্টির মহারাষ্ট্র রাজ্যের সভাপতি আবু আজমি বলেছেন, এরকম মন্তব্য আমাদের দলের অবস্থানের সম্পূর্ণ বিপরীত এবং প্ররোচনামূলক। আমি এই নিয়ে অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলেছি। যদিও রাজনৈতিক মহলের ধারণা, এটা নিছকই অজুহাত। কারণ অখিলেশ যাদবের দল বেশ কিছু সময় ধরেই দূরত্ব বজায় রাখছে ইন্ডিয়া জোটের সঙ্গে। মহারাষ্ট্রে বিপর্যয়ের পর ফাটল তীব্র হচ্ছে। 
সংসদেও ইন্ডিয়া জোটের মধ্যেই সমন্বয় এবং ঐক্যের মধ্যে বিচ্ছিন্নতা টের পাওয়া যাচ্ছে। বিরোধী জোটের একাংশের অভিযোগ, কংগ্রেস এককভাবে সব সিদ্ধান্ত নিয়ে ফেলে। সংসদে কোন বিষয়ে বিক্ষোভ দেখানো হবে অথবা সরকারকে কী ইস্যুতে চেপে ধরা যাবে, সেটা নিয়ে আগাম সব দলের সঙ্গে আলোচনা করা হয় না। সংসদে বিরোধী জোটের ক্ষোভের অন্যতম কারণ ক্রমেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ভিত্তিক হয়ে যাচ্ছে ইন্ডিয়া জোটের বিক্ষোভ অথবা প্রতিবাদ। যেন এজেন্ডা তাঁরাই ঠিক করবেন। এই নিয়ে অসন্তোষ যে আছে, সেটা ইতিম঩ধ্যেই স্পষ্ট। - ফাইল চিত্র
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা