দেশ

ইভিএম কারচুপির অভিযোগ, বিধানসভায় শপথ অনুষ্ঠান বয়কট বিরোধী বিধায়কদের

মুম্বই: মহারাষ্ট্রে ভোট মেটার পর থেকেই বারবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন বিরোধী জোট তথা মহাবিকাশ আঘাড়ির নেতারা। ভোটে অর্থ-ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে সুর চড়িয়েছিলেন এনসিপি (এসপি) সুপ্রিমো শারদ পাওয়ারও। ফের এই ইস্যুতেই সরব হলেন এমভিএ বিধায়করা। শনিবার বিধানসভায় দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার ও একনাথ সিন্ধে বিধায়ক পদে শপথ নিলেও সম্পূর্ণ  অনুষ্ঠান বয়কট করলেন বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির বিধায়করা। তাঁদের কথায়, সদ্য সমাপ্ত ভোটে ইভিএম কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তর টানাপোড়েন ও জোটের অন্দরে দ্বন্দ্ব মিটিয়ে শেষমেশ মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ শেষ হয়েছে। এবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ল ক্ষমতাসীন মহাযুতি সরকার। 
তিন দিনের বিশেষ এই অধিবেশনের শুরুর দিকে ফড়নবিশ, একনাথ সিন্ধে ও অজিত পাওয়াকে বিধায়ক পদে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। পরে বিরোধী জোটের বিধায়কদের শপথের পালা আসতেই শুরু হয় বাদানুবাদ। বিধানসভা ভবনের বাইরে জড়ো হয়ে নতুন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এনিয়ে উদ্ধবপন্থী শিবসেনা নেতা আদিত্য থ্যাকারে বলেন, ‘আমরা শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছি। কারণ ইভিএমে কারচুপি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এটা জনগণের রায় নয়। 
এটি হল পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের রায়।’ 
এদিকে বিরোধীদের এই বয়কটকে কটাক্ষ করেছেন এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা ছগন ভুজবল। তাঁর বক্তব্য, ‘শপথ না নিলে বিধানসভার কাজে অংশ নেওয়া যায় না। এটা বাধ্যতামূলক। এইসব করে আসলে প্রচারে থাকতে চাইছেন বিরোধী বিধায়করা।’
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা