দেশ

বিয়ে না দেওয়ায় মাকে খুন করে ডাকাতির গল্প, ধৃত দিল্লির যুবক

নয়াদিল্লি: বাড়িতে ডাকাতি হয়েছে। দুষ্কৃতীরা মাকে খুন করার পাশাপাশি তাঁর কানের দুল চুরি করে পালিয়েছে। শুক্রবার রাতে দিল্লি পুলিসের কন্ট্রোল রুমে এমনই একটা ফোন যায়। যুবকের ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু তদন্তে নেমে চমকে দেওয়ার মতো তথ্য হাতে আসে পুলিসের। জানা গিয়েছে, বিয়েতে সম্মতি না দেওয়ায় মাকে খুন করেন সাওন নামে ওই যুবক। তারপর ডাকাতির গল্প সাজিয়ে পুলিসকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে বাড়িতে ডাকাতির কোনও চিহ্ন খুঁজে পায়নি পুলিস। ঘরের অন্যান্য জিনিসপত্রও অক্ষত অবস্থায় ছিল। তাই ক্রমে সন্দেহ বাড়তে থাকে। এরপর সাওনকে জেরা করতেই সত্যিটা বেরিয়ে আসে। জানা গিয়েছে, সুলোচনা দেবীর দুই সন্তান। সম্প্রতি বড় ছেলে কপিলের বিয়ে ঠিক হয়। এরপর সাওনও মাকে জানান, তিনি বিয়ে করতে চান। এক যুবতীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ। তাঁকেই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ছোট ছেলের বিয়ের কথা শুনেই বেঁকে বসেন মা। তাঁকে বকাবকি করার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, কোনওভাবেই ওই মেয়েকে বাড়িতে তোলা যাবে না। আর কথা না শুনলে ছেলেকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। এরপরই ক্ষোভে মাকে শ্বাসরোধ করে খুন করেন সাওন। ডাকাতির গল্প সাজাতে মায়ের কানের দুলগুলি অন্যত্র সরিয়ে দেন। কিন্তু শেষরক্ষা হল না।
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা