দেশ

বেঙ্গল মিনস বিজনেস, সংসদে সোচ্চার তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাই বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা। এই মর্মে রাজধানী দিল্লিতে প্রচার বাড়াচ্ছে তৃণমূল। আগামী ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় বসছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।’ তাই বাংলার বিরুদ্ধে বিজেপির চক্রান্তর অভিযোগ ওড়াতে সংসদের অন্দরে-বাইরে প্রচার শুরু করল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তিনদিন আগে সংসদে বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্যর এক প্রশ্নের উত্তরে কেন্দ্র লিখিতভাবে জানিয়েছিল, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ থেকে ২ হাজার ২২৭টি কোম্পানি তাদের রেজিস্ট্রার অফিস বাংলা থেকে সরিয়ে নিয়েছে। যার মধ্যে ৩৯টি আবার শেয়ার বাজারের নথিভূক্ত। 
কেন্দ্রের এই জবাব হাতে পেয়ে বাংলায় বিনিয়োগ তথা ব্যবসার পরিবেশ নেই, এমনই প্রচারে তৃণমূল সরকারের বদনাম করার অস্ত্র হাতে পেয়েছে বিজেপি। যদিও বিজেপির এই অভিযোগ নেহাতই বাংলার বদনাম করার জন্য বলেই শুক্রবার সরব হল তৃণমূল। সংসদে যেহেতু সরকার উত্তর দিয়েছে, তাই তৃণমূলও সংসদে পাল্টা নিজেদের অবস্থান জানাল। 
তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে জানানো হল, বেঙ্গল মিনস বিজনেস। তথ্য তুলে ধরে বলা হল, বাংলায় ১ লক্ষ ৪৫ হাজার কোম্পানি রয়েছে। যা গোটা দেশের মধ্যে চতুর্থ। গত ১০ বছরে রাজ্যে হয়েছে ৫৭ লক্ষ নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যগ (এমএসএমই)। কাজ পেয়েছেন ১ কোটি ৩০ লক্ষ মানুষ। হস্তশিল্পে কর্মসংস্থান হয়েছে ৫ লক্ষ ৪০ হাজার। তৃণমূল সাংসদরা আরও জানান, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ৩ হাজার ৪০০ স্টার্ট আপ কোম্পানি শুরু হয়েছে। কাজ পেয়েছেন প্রায় ৩০ হাজার। ন’টি বড় সিমেন্ট কোম্পানির কারখানাই বাংলায়। একইভাবে তথ্য প্রযুক্তি শিল্পে ২ লক্ষ ৬০ হাজার মানুষ কাজ করেন। রয়েছে ২২টি আই টি পার্ক। মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানির কথা সম্প্রতি উল্লেখ করা হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি এবং নরেন্দ্র মোদির যৌথ বিবৃতিতে। ফলে ‘বাংলাই বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা। রাজ্য সম্পর্কে বিজেপির বদনামের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে’ ব঩লেই মন্তব্য করেন ডেরেক। 
19d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা