বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দিল্লিতে ট্রিপল মার্ডার: ইন্টারনেট ঘেঁটে পরিবারকে খুনের ছক যুবকের: পুলিস

নয়াদিল্লি: বাবা, মা আর দিদিকে কীভাবে খুন করা যায়? খাবারে বিষ মিশিয়ে না শ্বাসরোধ করে। নাকি অন্য কোনও উপায়। গত কয়েকদিন মোবাইল ইন্টারনেটে এটা সার্চ করছিল দিল্লিতে তিন খুনে অভিযুক্ত অর্জুন তানওয়ার। তদন্তে এমনটাই উঠে এসেছে। শেষমেশ অবশ্য নৃশংসভাবে ছুরি দিয়ে তিনজনকে কুপিয়ে খুন করে সে। জানা গিয়েছে, প্রথমে সে দিদি কবিতার গলার নলি কেটে দেয়। তারপর বাবার মাথায় কোপ মারে। সবশেষে মায়ের উপর হামলা চালায়। 
আদতে ‘মুখচোরা’ অর্জুন যে এতটা নৃশংস হয়ে উঠতে পারে, এটা মেনে নিতেই পারছেন না প্রতিবেশীরা। এলাকায় তার পরিচিতি ছিল প্রতিশ্রুতিবান বক্সার হিসেবে। কোনওদিন জিমের টাইম মিস করতেন না। কড়া অনুশাসনে নিজেকে দক্ষ স্পোর্টসম্যান হিসেবে গড়ে তুলছিলেন। হঠাৎ করেই এই ছন্দপতন কেন, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারীরা। 
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কাতেই সে তিনজনকে খুন করেছে। তবে ভাইবোনের প্রাক্তন শিক্ষক গৌরব বলেন, ‘বাবা-ছেলের মধ্যে কোনও অশান্তি ছিল, এমনটা কখনও মনে হয়নি।’ তবে পুলিস এটা নিশ্চিত জানতে পেরেছে, পড়াশোনায় অর্জুন খুব ভালো ছিল না। অন্যদিকে তার দিদি ছিলেন মেধাবী ছাত্রী। সেকারণেই বাবা রাকেশ মেয়ে কবিতার প্রতি ছিলেন অত্যন্ত সদয়। সেই থেকেই দিদি ও বাবা-মায়ের প্রতি অর্জুনের রোষের জন্ম বলে মনে করছে পুলিস। অবসরপ্রাপ্ত সেনাকর্মী রাকেশের ছুরি চুরি করেই অর্জুন এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। প্রথমে একতলায় দিদির ঘরে ঢুকে সে তাঁর গলা কেটে দেয়। কবিতা আটকাতে গেলে বেশ কয়েকবার তাকে কোপায়। ২৩ বছরের ওই যুবতীর দেহে সেই ক্ষতচিহ্ন মিলেছে। পরে দোতলায় উঠে বাবার মাথায় কোপ মারে অর্জুন। সেই সময় মা কোমল শৌচালয়ে গিয়েছিলেন। বাবাকে শেষ করার পর মা বাথরুম থেকে বেরতেই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত। দিদির মতো মায়ের দেহেও বেশ কয়েকবার কোপ মারে অর্জুন। তবে তিন স্বজনকে খুনের পর প্রতিবেশীদের ডেকে সে যেভাবে মনগড়া গল্প ফেঁদেছিল, তাতেই সকলে হতবাক। পড়শিরা জানিয়েছেন, তাঁদের ডেকে নিয়ে আসার পর থেকে একবারের জন্যও অর্জুনের আচরণে কোনও অসঙ্গতি ধরা পড়েনি। মুখচোরা অর্জুন শান্তভাবেই মিথ্যা গল্প সাজিয়ে তাঁদের কাছে পরিবেশন করেছিল। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা