দেশ

রাজ্যসভায় কংগ্রেস সাংসদ সিংভির আসনে মিলল ৫০ হাজার টাকা! 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পকেটে ছিল মাত্র একটি ৫০০ টাকার নোট। অথচ রাজ্যসভায় তাঁর আসন থেকে মিলল ১০০ টি  পাঁচশো টাকার নোট। অর্থাৎ ৫০ হাজার টাকা। আর শুক্রবার এই খবর সামনে আসতেই সরগরম দিল্লির রাজনীতি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য‌সভার চেয়ারম্যান তথা দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকার।  যদিও বিষয়টি ‘ন্যক্কারজনক রাজনীতি’ বলেই শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। 
ঘটনা হল, কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্য‌সভায় যে আসনে বসেন, সেই ২২২ নম্বর থেকে মিলেছে ৫০ হাজার টাকা। আর ওই টাকার মালিক কে? কোথা থেকে এল? তা কি সাদা, নাকি কালো টাকা? ইত্যাদি প্রশ্ন তুলে সরব হয় বিজেপি। এদিন সভার শুরুতেই ধনকার জানালেন, অধিবেশন শেষের পর বৃহস্পতিবার রাতে নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় ২২২ নম্বর আসন তাঁরা ওই টাকা পেয়েছেন। একথা শুনেই বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সরব হন। তাঁরা টাকার উৎস জানতে চান। 
প্রতিবাদ করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। বলেন, তদন্তেরই যখন নির্দেশ দেওয়া হয়েছে, তখন এ ব্যাপারে কোনও আলোচনাই হওয়া উচিত নয়।  উভয়পক্ষের বাদানুবাদের জেরে সভা মুলতুবি হয়ে যায়। সিংভি অবশ্য এদিন সংসদে আসেননি। সুপ্রিম কোর্টে মামলায় ব্যস্ত ছিলেন। তারই মধ্যে সংসদে টাকার সঙ্গে তাঁর নাম জড়ানোয় ভিডিও বার্তা জারি করেন। বলেন, ‘বৃহস্পতিবার আমি সংসদে গিয়েছিলাম বটে। তবে আমার পকেটে ছিল মাত্র একটি ৫০০ টাকার নোট। বেলা ১২ টা ৫৭ মিনিটে রাজ্যসভায় গিয়েছিলাম। তিন মিনিট পরেই সভা মুলতুবি হয়ে যায়। তারপর আমি ক্যান্টিনে ছিলাম রামি রেড্ডির সঙ্গে। দেড়টা পর্যন্ত সেখানে ছিলাম।’  
যদিও সিংভির এই বক্তব্যের পরেও কংগ্রেসকে ‘সন্দেহে’র কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েনি বিজেপি। সভার বাইরে দলের রা‌জ্যসভার এমপি সুধাংশু ত্রিবেদির বক্তব্য, কার টাকা বলতে সমস্যা কোথায়? পাল্টা দিয়েছেন কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনও। তাঁদের প্রশ্ন, সভা কক্ষে রয়েছে সিসি টিভি ক্যামেরা। সেখানেই তো ধরা পড়বে পুরো ঘটনা। তাহলে এটা নিয়ে অহেতুক রাজনীতি করার কি আছে? সরকার আসলে সংসদে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে ভয় পেয়ে নানা বাহানা খুঁজছে। তাছাড়া কারও কাছে ৫০ হাজার টাকা নগদ থাকা কি বেআইনি নাকি? এমনই প্রশ্নও তুলেছে বিরোধীরা। 
19d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা