দেশ

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষের কবলে ডবল ডেকার বাস, মৃত কমপক্ষে ৬

লখনউ, ৬ ডিসেম্বর: উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার যোগী রাজ্যের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল একটি ডবল ডেকার বাস।  লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে কনৌজের কাছে এসে বাসটির সঙ্গে একটি জলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। এছাড়াও জখম প্রায় ১৪ জন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিস সূত্রে খবর, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। অন্যদিকে ট্যাঙ্কারটিতে চালক একাই ছিলেন। সংঘর্ষের আগে দুটি গাড়িই ডিভাইডারে ধাক্কা মারে, এরফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন এক প্রত্যক্ষদর্শী। অন্যদিকে, বাসের মধ্যে থাকা এক যাত্রী জানান, বাসের চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিস। মৃতদেহ বের করার পাশাপাশি, দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিসের এসপি অমিত কুমার জানান, মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
অপরদিকে, এদিন আরও দুটি পথ দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেই। এরাজ্যের পিলিভিট ও চিত্রকূটে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। পাশাপাশি এই দুটি দুর্ঘটনায় মোট জখমের সংখ্যা ১২জন।
20d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা