দেশ

নীচে আছড়ে পড়ল লিফট, হাসপাতালেই মৃত্যু সদ্য মা হওয়া মহিলার
 

লখনউ, ৬ ডিসেম্বর: উত্তরপ্রদেশের মিরাটে মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালের মধ্যেই মৃত্যু হল সদ্য সন্তান জন্ম দেওয়া এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে মহিলার।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ওই মহিলাকে জেনারেল বেডে পাঠানো হচ্ছিল। সেই কারণে, একটি স্ট্রেচারে শুইয়ে লিফটে করে তাঁকে নীচে নামাচ্ছিলেন হাসপাতালেরই নার্স ও কর্মীরা। সেই সময়ই বিপত্তি বাঁধে। গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি এসে লিফটের তার ছিঁড়ে সেটি নীচে পড়ে। দুর্ঘটনায় ঘাড়ে মারাত্মক আঘাত পান সদ্য মা হওয়া ওই মহিলা। তড়িঘড়ি হাসপাতালের কর্মীরা এসে লিফট থেকে তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হলেও, তা সফল হয়নি। পরে উদ্ধারকারী দল ওই লিফটের ভিতরে থাকা তিন জনকে উদ্ধার করে।
পুলিস সূত্রে খবর, গুরুতর আহত হওয়ার পর মহিলাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এরপরই মৃতার পরিবারের লোকজন লিফট ভেঙে পড়া হাসপাতালে ভাঙচুর চালায় বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির অভাবের দরুনই এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় হাসপাতালের চিকিৎসক, ম্যানেজার ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। অন্যদিকে, সদ্যজাত সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
20d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা