বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সাহায্য পাক সংস্থার, ১২ ভারতীয় নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড

নয়াদিল্লি: পাকিস্তানি সংস্থার সহযোগিতায় মাঝসমুদ্রে ১২ ভারতীয় নাবিককে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)। গুজরাতের পোরবন্দর থেকে ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে আরব সাগরে বিপর্যয়ের মুখে পড়ে একটি পণ্যবাহী জাহাজ।‘এমএসভি আল পিরানপুর’ নামে জাহাজটি ভারতীয় জলসীমা পেরোনোর পর বুধবার ডুবে যেতে শুরু করে। সমুদ্রের ওই অংশে তল্লাশি ও উদ্ধারের কাজ চালায় পাকিস্তান। সেজন্য জাহাজ ডুবির খবর পেয়েই পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (পিএমএসএ)-র সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার অভিযান চালায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বৃহস্পতিবার বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। 
জাহাজটি ডুবতে শুরু করলে বুধবার মুম্বইয়ে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি)-এর সঙ্গে যোগাযোগ করেন নাবিকরা। এমআরসিসি সেই বার্তা পৌঁছে দেয় গান্ধীনগরের উপকূলরক্ষী বাহিনীকে (আইসিজি)। ইতিমধ্যে ডুবন্ত জাহাজ ছেড়ে ১২ জন কর্মী ছোট নৌকা নিয়ে আরব সাগরে ভাসতে থাকেন। তাদের খোঁজে সঙ্গে সঙ্গে রওনা হয় উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজ সার্থক। 
জাহাজকর্মীদের উদ্ধারে পাকিস্তানের এমআরসিসির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় এমআরসিসি। এমএসএ বিমান এবং এমভি কস্কো গ্লোরি জাহাজ নিয়ে দ্রুত সহায়তায় এগিয়ে আসে পাকিস্তানি সংস্থা। অবশেষে গুজরাতের দ্বারকা থেকে ২৭০ কিলোমিটার দূরে পাকিস্তানি জলসীমায় বিপন্ন নাবিকদের উদ্ধার করা হয়। তাঁদের পোরবন্দরে আনা হচ্ছে। তাঁরা নিরাপদেই রয়েছেন বলে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা