দেশ

আজ কৃষকদের অভিযান, কড়া নিরাপত্তায় দিল্লি অভেদ্য দুর্গ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, শুক্রবার দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। ফলে, আজ ফের চরম উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে পাঞ্জাব-হরিয়ানার সীমানাগুলিতে। যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে পুলিস-প্রশাসন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কোনওমতেই আন্দোলনকারীদের পাঞ্জাব-হরিয়ানা সীমানা পেরতে দেওয়া হবে না। আর কৃষক নেতা এস এস পান্ধেরের পাল্টা হুঁশিয়ারি, আশা করব, সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করবে। তাহলে আমরাও করব। নাহলে অন্য ব্যবস্থা। সবমিলিয়ে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কৃষকদের সঙ্গে পুলিস-প্রশাসন এবং বিজেপি সরকারের চরম সংঘাতের আশঙ্কা।
শুধুমাত্র পাঞ্জাব-হরিয়ানা সীমানাই নয়। দিল্লিতে প্রবেশের যাবতীয় সীমানা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নাকা চেকিং চলছে। কারণ গোয়েন্দা ইনপুট রয়েছে যে, উত্তরপ্রদেশ থেকেই বিক্ষোভকারী চাষিদের একটি বড় অংশ গাজিপুর সীমানা পেরিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করতে পারে আজ, শুক্রবার। এরই পাশাপাশি দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু এবং তিক্রি সীমানাতেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 
কেমন ছিল দিল্লির নিরাপত্তা? ঠিক দু’পা দূরেই কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশনের ১ নম্বর গেট। ওই দু’পা আগেই সস্ত্রীক সমীর দ্বিবেদীকে আটকে দিলেন দিল্লি পুলিসকর্মী। দেখাতে হবে সচিত্র পরিচয়পত্র। নাহলে এই গেটে প্রবেশাধিকার মিলবে না। পাঁচ-সাত মিনিট হেঁটে রাস্তার উল্টোদিকে গিয়ে মেট্রো স্টেশনের অন্য গেটেই একমাত্র প্রবেশাধিকার মিলবে। পরিবহণ ভবনের সামনের রাস্তা। সংসদ মার্গ। পরিবহণ ভবনে একটি জরুরি ফাইল দিতে এসেছিলেন একজন সরকারি কর্মী। ভবনের অন্তত বেশ কয়েক পা আগে দাঁড় করিয়ে দেওয়া হল তাঁর গাড়ি। নির্দেশ, ছ’স্তরীয় ব্যারিকেড ডিঙিয়ে আর গাড়ি যাবে না। যতই জরুরি হোক, হেঁটে পরিবহণ ভবনে ঢুকতে হবে। ভিতরে রাষ্ট্রদূত না থাকলে ওই একই জায়গায় ছাড় দেওয়া হচ্ছে না এমনকী দূতাবাসের গাড়িকেও। 
কেন্দ্রের মোদি জমানায় যেন গার্ডরেল-ব্যারিকেডের শহরে পরিণত হয়েছে ল্যুটিয়েন্স দিল্লি। রাতারাতি তৈরি করা হয়েছে একটি অভেদ্য দুর্গ। সেখানে প্রবেশ নিষিদ্ধ! বিশেষত সংসদের অধিবেশন চলাকালীন শহরজুড়ে নিরাপত্তার কড়াকড়িতে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। হচ্ছে চরম ভোগান্তিও। এখানেই শেষ নয়। ইন্ডিয়া গেটকে পিছনে রেখে রাজপথ ধরে সোজা এগিয়ে গেলে কর্তব্যপথ এবং রফি মার্গের ক্রসিং। সেই ক্রসিং থেকে বিজয় চক পেরিয়ে দিব্যি দেখা যায় রাইসিনা হিলস, রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক। দীর্ঘদিন ওই সংযোগস্থল পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের দুয়ার পর্যন্ত অবিরাম হেঁটেচলে বেড়ানোর অনুমতি ছিল। বিশেষত শীতের দিল্লিতে। এখন ওই বিস্তীর্ণ অংশে আম আদমির প্রবেশ বারণ। বিজয় চক হয়ে নর্থ ব্লক, সাউথ ব্লক পর্যন্ত পৌঁছতে হলে রেলভবনের পাশ দিয়ে হেঁটে যেতে হবে দীর্ঘ পথ। তাও একাধিকবার সচিত্র পরিচয়পচত্র দেখালে তবেই মিলবে অনুমোদন। নিছকই শখে রাইসিনা হিলসের রাস্তায় হেঁটেচলে বেড়ানো আপাতত আম জনতার কাছে স্মৃতিচারণা। সুবিস্তৃত বিজয় চক তাই শুনশান। সরকারি কর্মী-আধিকারিক, মন্ত্রী-আমলাদের ছিটকে আসা গাড়ির যাতায়াত শুধু। 
20d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা