দেশ

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে বিপত্তি! পদপিষ্ট হয়ে মৃত ১

হায়দরাবাদ, ৫ ডিসেম্বর: ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিকে কেন্দ্র করে উন্মাদনা ছিলই সিনেমাপ্রেমীদের মধ্যে। এই ছবির মুক্তির অপেক্ষাতে ছিলেন তারা। গতকাল, বুধবার সন্ধ্যায় হায়দরাবাদে একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। সেই প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে উপস্থিত হয়েছিলেন ছবির মূল চরিত্রে অভিনয় করা অভিনেতা অল্লু অর্জুন এবং অভিনেত্রী রশ্মিকা মান্ধানা। তাঁদের দেখতেই সেই প্রেক্ষাগৃহে সিনেমাপ্রেমী থেকে অল্লুর ভক্তদের ব্যাপক ভিড় দেখা দেয়। আর সেই ভিড়ের জেরেই ঘটে গিয়েছে বিপত্তি। পুলিস সূত্রে খবর, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতার ৯ বছরের সন্তান। হায়দরাবাদের ওই প্রেক্ষাগৃহটিতে গতকাল, বুধবার ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুই সন্তানকে নিয়ে গিয়েছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন স্বামীও। পুলিস সূত্রে খবর, সেই প্রেক্ষাগৃহে গতকাল, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অল্লু অর্জুন আসতেই ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড় এতটাই ছিল যে পুলিসও হিমশিম খেয়ে যাচ্ছিল তা সামলাতে। ভিড়ের চাপে ভেঙে যায় সন্ধ্যা প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও। এরপর ভিড় নিয়ন্ত্রণে একপ্রকার বাধ্য হয়েই লাঠিচার্জ করে পুলিস। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রেবতী। সন্ধ্যা প্রেক্ষাগৃহে গতকাল, বুধবার গভীর রাত পর্যন্ত ব্যাপক ভিড় ছিল। সেই কারণে প্রিমিয়ারের শেষে অভিনেতাকে পুলিসি পাহারায় হলের ভিতর থেকে বের করতে হয়েছিল। অন্যদিকে, ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় হায়দরাবাদে অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর।
21d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা