বিদেশ

ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, চাপের মুখে পদত্যাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

ঢাকা, ৭ ডিসেম্বর: বিক্ষোভের মুখে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পদত্যাগ করলেন বাংলাদেশের চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। সূত্রের খবর, প্রবল চাপের মুখে একপ্রকার বাধ্য হয়েই নাকি ইস্তফা দিয়েছেন তিনি! এই ঘটনায় নতুন করে ইউনুস সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। সে দেশে মহম্মদ ইউনুসের তত্বাবধায়ক সরকার আসার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু শিক্ষক এবং অধ্যাপকদের তাঁদের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগ আগেই উঠেছিল। তারমধ্যেই চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলেন অনুপম সেন।
গত কয়েকদিন ধরেই তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। গত ৪ ডিসেম্বর সেই দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। উপস্থিত ছিল ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরাও। চরম হুঁশিয়ারি দিয়ে উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়। বেঁধে দেওয়া হয় সময়সীমাও। এরপরই নিজের পদত্যাগপত্র বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠিয়ে দেন অনুপমবাবু। বিক্ষোভকারীদের অভিযোগ, উপাচার্য অনুপম সেন নাকি ছিলেন ইসকন অনুগামী। আবার অনেকের দাবি, তিনি ছিলেন আওয়ামী লিগ সমর্থক। এরপরই তাঁকে পদ থেকে সরাতে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থী পড়ুয়ারা। যদিও পদত্যাগপত্রে অনুপমবাবু লেখেন, বার্ধক্যজনিত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুক্লা রানি হালদারকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই উত্তাল হয়েছে সেদেশের একাংশ। তার মধ্যেই উপাচার্য অনুপম সেনের পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা