বিদেশ

মুজিবের ভিটেয় তালিবানি ফতোয়া , বাংলাদেশে বাজারে যেতে পারবেন না মহিলারা

ঢাকা ও কলকাতা: সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। তার মধ্যেই এল নয়া ফতোয়া—বাজারে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ! এবার কি তালিবানি শাসনের পথে বাংলাদেশ? অন্তত তেমনই আশঙ্কা এপারের। কারণ ঢাকা ডিভিশনের গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে ঢুকে কেনাকাটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা। মহিলার এলেও তাঁদের কিছু বিক্রি করতে পারবেন না দোকানদাররা। গওহরডাঙ্গা বাজারে রীতিমতো মাইকে হেঁকে ‘মুরুব্বি’দের জারি করা সেই ফতোয়ার ভিডিও এখন ভাইরাল। সেখান থেকে অনতিদূরে টুঙ্গিপাড়ায় ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের জন্মভিটে। এখানেই শায়িত আছেন তিনি। গোপালগঞ্জ-৩ আসন শেখ হাসিনার নির্বাচনী ‘দুর্গ’ হিসেবেই পরিচিত। ‘মুক্তিযুদ্ধের প্রতীক’ সেই গোপালগঞ্জে মৌলবাদীদের এমন ফতোয়ার বিস্ময় কাটার আগেই এসেছে পরের ধাক্কা। মহম্মদ ইউনুস সরকার এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বাংলাদেশি টাকার নোট থেকে বাদ পড়ছেই বঙ্গবন্ধুর ছবি। নতুন নকশায় সবুজ সঙ্কেত দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এমনকী ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ছাপা শুরুও হয়ে গিয়েছে। আগামী ছ’মাসের মধ্যে তা বাজারে আসবে। পরবর্তীতে বাকি নোটের নকশাতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র হুসনে আরা শিখা। এমনই এক আবহে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির গলায় শোনা গিয়েছে বাংলা-বিহার-ওড়িশা দখলের প্রচ্ছন্ন হুমকি। 
গোপালগঞ্জের ঘটনা নিয়ে এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি আরও লেখেন, ‘মৌলবাদী ইসলামী শক্তি গোপালগঞ্জের গওহরডাঙ্গায় মহিলাদের বাজারে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছে। আজ থেকেই তা কার্যকর হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতীক গোপালগঞ্জ জেলা। সেখানেই এমন বিধিনিষেধ নিন্দনীয় ও উদ্বেগজনক।’ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ৮ শতাংশের কম হলেও গোপালগঞ্জে চিত্রটা আলাদা। জেলার মোট জনসংখ্যার ২২ শতাংশ হিন্দু। সেখানেই মৌলবাদী ফতোয়া ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তার প্রভাব দেখা যাচ্ছে ভারত সীমান্তে। এদিনই গোপালগঞ্জের বাসিন্দা এক দম্পতি সহ তিন জনকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস। বুধবার চোরাপথে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বনগাঁ শহরে আসেন। উঠেছিলেন শিমুলতলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে। এই ডামাডোলের মধ্যে রানাঘাটে পুলিসের জালে ধড়া পড়েছে দালাল চক্রের পাঁচ জন। অনুপ্রবেশকারীদের পাসপোর্ট পাওয়া আটকাতে সতর্কবার্তা জারি করেছে কলকাতা পুলিসও।
এদিনই জরুরি তলব পেয়ে ঢাকা ফিরে গিয়েছেন কলকাতা ও আগরতলার ডেপুটি হাইকমিশনার। বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। সেখানেই হিন্দুদের উপর নির্যাতনের কথা মেনে নিয়েছেন তিনি। বলেছেন, ‘শুনলাম, এখনও সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। তাই আমি সবাইকে নিয়ে বসলাম... এটা থেকে কীভাবে উদ্ধার করা যায়!... ভিতরে গিয়ে দেখতে হবে, সত্যটা কোথায়?’
বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ মিছিল সন্ন্যাসীদের। -এএফপি
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা