Bartaman Patrika
বিদেশ
 

বাইশ গজে বিজ্ঞাপন লড়াই 
দেবজ্যোতি রায়

এককথায় এ যেন পায়ে পা দিয়ে ঝগড়া। ‘মওকা মওকা’র নিছক মজাদার বিজ্ঞাপন বদলে গেল কুৎসিত, কুরুচিকর অ্যাড ফাইটে। সৌজন্যে, বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ। এবং অতি অবশ্যই কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিহামলা পরবর্তী পরিস্থিতি। নিজেদের রুচি নিয়ে প্রশ্ন তুলে ভারত বিদ্বেষি বিজ্ঞাপন বানাল পাকিস্তান। যেখানে কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা পরবর্তী মুখ দেখাদেখি বন্ধ হওয়া দুই দেশ বিদেশের মাটিতে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আর সেই সৌজন্যময় পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নামল প্রাক্তন ক্রিকেট অধিনায়ক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান। জনমানসে জাতীয়তাবাদের সুড়সুরি দিয়ে ‘টিআরপি’ লোটার খেলায় নামল এক শ্রেণীর পাক টিভি চ্যানেল। ক্রিকেটীয় ‘জোশ’কে সামনে রেখে নকল ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে তৈরি করল ‘টিভি কমার্শিয়াল’।
গত পুলওয়ামায় জঙ্গিহানায় প্রাণ হারান প্রায় ৫০ জন সিআরপিএফ জওয়ান। সেই নাশকতায় পাক সন্ত্রাসবাদী সংগঠন জয়েশ-ই-মহম্মদের যোগ প্রমাণ হতেই দু’দেশের সম্পর্ক সাপে-নেউলে পরিণত হয়। পাকিস্তানকে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বাদ দেয় নরেন্দ্র মোদি সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতের আকাশসীমা। পাক রপ্তানিকৃত পণ্যে ২০০ শতাংশ শুল্ক চাপায় নয়াদিল্লি। এবং সর্বোপরি বালাকোটে জয়েশের সবথেকে বড় ঘাঁটিতে রাতের অন্ধকারে বিমানহানা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে যায় সেই জঙ্গিঘাঁটি। প্রাণ হারায় বহু জঙ্গি। এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান চাপে পড়ে যায়। সেনাবাহিনী, গুপ্তচর সংস্থা আইএসআই নিয়ন্ত্রিত সরকারের উপর চাপ বাড়াতে থাকে জয়েশ, লস্কর, জামাত-উদ-দাওয়ার মতো জঙ্গি সংগঠন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে এহেন লড়াইয়ে গোটা দুনিয়া যখন ভারতের পাশে দাঁড়িয়েছে, তখন নিজেদের পিঠ ও গদি বাঁচাতে ভারতের উপর পাল্টা হানায় কৌশল নেয় ইমরানের প্রশাসন। গত ২৭ ফেব্রুয়ারি সীমান্তে অবস্থিত ভারতের বায়ুসেনা ঘাঁটি টার্গেট করে পাক বায়ুসেনা। মার্কিন এফ-১৬ নিয়ে ভারতের ভূখণ্ডে বোমা ফেলার চেষ্টা করে। কিন্তু, তার থেকে কম শক্তিশালী মিগ-বাইসন যুদ্ধবিমান নিয়ে তাড়া করেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন। নিখুঁত নিশানায় ধ্বংস করে দেয় যুদ্ধের ‘ট্রাম্প কার্ড’ এফ-১৬-কে। কিন্তু, ভারতের সেই বিমান ভেঙে পড়ে এবং অভিনন্দনকে কব্জা করে। আইন লঙ্ঘন করে তাঁর উপর চলে অকথ্য অত্যাচার। অভিনন্দনকে জেরা করে ভারতের গোপন সামরিক তথ্য বের করার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, চা পান করতে করতে অভিনন্দন অত্যন্ত সূচারুভাবে সেই সমস্ত প্রশ্নের জবাব এড়িয়ে যান। পাকিস্তানের প্রকাশ করা একাধিক ভিডিওতেই তা দেখা গিয়েছে। পরে ভারতের হুঁশিয়ারি এবং আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে শান্তির বার্তা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বীর সৈনিক অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান।
এসব তথ্য সকলেরই জানা। এই পুলওয়ামা কাণ্ডকে কেন্দ্র করে যখন ভারত-পাক ক্রিকেট ম্যাচ না হওয়ার কথা, তখন সেই অভিনন্দনকে ব্যঙ্গ করে জ্বরে ঘোলা জলে মাছ ধরতে নামে পাকিস্তান। গত কয়েক বছরের চিরাচরিত ধারা মেনে তৈরি করে বিদ্রুপমূলক ভিডিও। সেদেশে জাতীয়তাবাদের ধুয়ো তুলে অভিনন্দনকে কেন্দ্রকে বিশ্বের কাছে ভারতকে খাস্তা করতে নামে ইমরানের পাকিস্তান। গত ১৬ জুন রবিবার ছিল ভারত-পাকিস্তানের ম্যাচ। তার আগে ‘ফাদার্স ডে’কে ব্যঙ্গ করে পরিকল্পনামাফিক নকল অভিনন্দনকে নিয়ে তৈরি বিজ্ঞাপনটি বাজারে ছাড়ে ‘জ্যাজ টিভি’। পাকিস্তানে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে তারাই। ফলে তারা জানে, পাক দর্শক কোন জিনিস খাবে, আর ওয়াঘা সীমান্তের এদিকের লোকেরা চিড়বিড়িয়ে জ্বলবে।
অভিনন্দনকে জেরার সময় পাক সেনা ভিডিও প্রকাশ করেছিল। সেখানে চায়ের কাপ হাতে বসে থাকা উইং কমান্ডারকে কয়েকটি প্রশ্ন করতে শোনা গিয়েছিল এক ব্যক্তিকে। অধিকাংশ উত্তরেই অভিনন্দনকে বলতে শোনা গিয়েছিল, ‘সরি স্যার, এটা আমার বলা উচিত হবে না।’ তখন অভিনন্দনকে অত্যন্ত শান্ত, ঠান্ডা মাথায় উত্তর দিতে দেখা গিয়েছিল। কিন্তু, ক্রিকেট ম্যাচকে সামনে রেখে পাক মিডিয়া যে ৩৩ সেকন্ডের বিজ্ঞাপনটি ভাইরাল করেছে, সেখানে রয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের আদলে এক ব্যক্তিকে। অভিনন্দন বর্তমানের মতোই গোঁফ রয়েছে তাঁর। গায়ে ইউনিফর্মের বদলে ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙের টি-শার্ট।
চা পান করতে থাকা আসল ভিডিওর আদলে বিজ্ঞাপনে অভিনন্দন রূপী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, ‘টস জিতলে কী করবে’? অভিনন্দনের উক্তি ধার করে এই অভিনেতা বলছেন, ‘দুঃখিত, আমার বলার অনুমতি নেই’ (আই অ্যাম সরি, আই অ্যাম নট সাপোজোড টু টেল ইউ দিস)। এর পরেও প্রশ্ন আসে, প্রথম একাদশ কী হবে? তাতেও একই উত্তর। চা কেমন? উত্তরে অভিনন্দনের কায়দায় এই অভিনেতা বলেন,‘খুব সুন্দর’। এরপর তাঁকে বলা হয়, আপনি যেতে পারেন। যেই অভিনন্দনরূপী অভিনেতা বেরতে যান, তাঁরা কাঁধে হাত দিয়ে আটকানো হয়, ‘এক মিনিট দাঁড়াও, কাপ কোথায় নিয়ে যাচ্ছ’, বলে তাঁর হতে থাকা চায়ের কাপটা নিয়ে নেওয়া হয়। তারপরই স্ক্রিনে ফুটে ওঠে ‘লেটস ব্রিং দ্য কাপ হোম’। অর্থাৎ, দেশে বিশ্বকাপ নিয়ে এসো পাকিস্তান। এছাড়া বিজ্ঞাপনে নীল জার্সি পরিহিত অভিনন্দনকে দেখে ভয়ার্ত মনে হয়েছে। ওই ব্যক্তির গায়ের রং অনেকটা কালো দেখানো হয়েছে।
বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ বলেছেন, খেলা নিয়ে এই ধরনের বিজ্ঞাপন মোটেই শোভনীয় নয়। পাকিস্তানের মনোভাব বিজ্ঞাপন থেকেই বোঝা যাচ্ছে। অনেকে আবার অনেকে একে ‘অ-সংবেদনশীল’ এবং ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। কেউ লিখেছে, আমরা এখনও পাকিস্তানিদের চেয়ে অনেক এগিয়ে আছি। নিজেদেরকে বড় করতে তাদেরকে অনেক নীচে নামতে হয়। আর বিশ্বকাপে ভারত কখনো পাকিস্তানের কাছে হারেনি। কেউ আবার লিখেছে, অভিনন্দনকে নিয়ে পাকিস্তান এতোটাই আত্মতৃপ্তিতে ভুগছে যে, বিশ্বকাপ ট্রফির পরিবর্তে তার খাওয়া চায়ের কাপ নিয়েই সন্তুষ্ট হতে রাজি তারা। আবার কেউ ইমরানের দল পিটিআইয়ের সমালোচনা করে লিখেছে, ইমরান খান আসলে পিটিআইয়ের আসল চরিত্রটিই তুলে ধরেছে। তবে অভিনন্দন আমাদের গর্ব।
পাক মিডিয়ার এই বিজ্ঞাপনের আগে স্টার স্পোর্টস ইন্ডিয়া একটি বিজ্ঞাপন প্রকাশ করে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি এই বিজ্ঞাপন মনে করিয়ে দেয় ২০১৫ বিশ্বকাপের সময় ভাইরাল হওয়া ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটিকে। তবে এ বারের বিজ্ঞাপনে পাকিস্তানের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা চরিত্র। এই বিজ্ঞাপনে ভারতকে বাবা, পাকিস্তানকে ছেলে দেখানো হয়। ভাইরাল হওয়া বিজ্ঞাপনের ওই ভিডিয়োতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা ব্যক্তি বাংলাদেশের জার্সি পরিহিত ব্যক্তিকে তাঁর বাবার বলে যাওয়া কিছু কথা বলে উৎসাহ জোগাচ্ছেন। ‘বারবার পরাজিত হলেও চেষ্টা ছাড়া উচিত নয়’- বাবার বলে যাওয়া এই ধরনের কথা বলছেন তিনি।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যে এই ধরনের বিজ্ঞাপনকে খুব অপরিণত বলে সমালোচনা করেছেন সানিয়া মির্জা। ভারতের টেনিস তারকা তথা পাক বধূ লেখেন, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে এমনিতেই আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের উন্মাদনা বাড়ানোর জন্য এই ধরনের কুরুচিকর বিজ্ঞাপনের কোনও প্রয়োজন নেই। অথচ সীমান্তের দু’প্রান্তেই তা শুরু হয়েছে।’ সানিয়ার আরও সংযোজন, ‘এটা শুধু একটি ক্রিকেট ম্যাচ। তবে কেউ যদি মনে করে, এই ম্যাচটি ক্রিকেটের চেয়েও বেশি কিছু, তাদের জীবনকে নতুন ভাবে দেখা উচিত।’
তবে এখানেই শেষ হয়, বিজ্ঞাপন যুদ্ধ। অভিনন্দনকে হেঁটা করার পাল্টা পাকিস্তানকে কুপোকাত করতে ম্যাচের আগে আরও একটি বিজ্ঞাপন বানায় ভারতীয় সমর্থকেরা। প্রত্যাশা মতোই তা ভাইরাল হয়ে যায়। এই বিজ্ঞাপনের থিম অভিনন্দন বর্তমানের সেই জনপ্রিয় গোঁফ। যেটা এই মুহূর্তে ভারতীয় পৌরুষ আর বীরত্বের স্টাইল স্টেটমেন্ট। বিজ্ঞাপনটি শুরু হচ্ছে, সেলুনের দেওয়ালে টাঙানো টিভিতে সদ্য অবসর নেওয়া যুবরাজ সিংয়ের ছয়ে ছক্কার ভিডিওটা দিয়ে। এক ভারতীয় সমর্থক সেই জোশে মজেছেন। পরনে ভারতীয় দলের চেনা নীল টি-শার্ট। আকণ্ঠ আবেগে ঘোর লাগা গলায় সেলুকর্মীকে বলছেন, ‘কিছু কিছু মানুষকে আমরা কোনওদিন ভুলতে পারব না।’ এমন সময় দরজা খুলে পাশের সিটে এসে বসেন এক পাক সমর্থক।
গায়ে পাকিস্তানি জার্সি। তাকে দেখেই ভারতীয় সমর্থকের মুখ গম্ভীর হয়ে যায়। কিছুটা স্বগত উক্তির ঢঙেই পাক সমর্থক যুবক বললেন, ‘আর কিছু লোককে আমরা ভুলে যেতে চাই।’ সেই পাক সমর্থক হঠাত্ করেই ভারতীয় ক্রিকেটভক্তকে একটি উপহার দিয়ে বলেন, ‘হ্যাপি ফাদার্স ডে আব্বু।’ বাক্স খুলে ভারতীয় সমর্থক দেখেন, তাতে একখানা সাদা রুমাল রাখা। পাক সমর্থক ব্যঙ্গ করে বলেন, ‘রেখে দাও। কাল ম্যাচে হারলে মুখ লুকোনোর জন্য ওটা কাজে লাগবে।’ ভারতীয় সমর্থক এর পর আর সেই পাকিস্তানি সমর্থককে কিছু বলেননি। পাক সমর্থক দাড়ি কাটার জন্য বসে পড়েন।
ভারতীয় সমর্থক খোঁচাটি হজম করে নিলেও সেলুনকর্মীর চোখে চোখ রেখে একটা করে দেন। দাড়ি ছাঁটতে বসা পাক সমর্থককে শাহিদ আফ্রিদির বদলে ‘অভিনন্দন ছাঁট’ দিয়ে দেন নাপিত। পাক সমর্থক তখন হাঁউমাঁউ করে বলে, বাইরে এবার বন্ধুদের সঙ্গে মুখ দেখাব কী করে? বাবা তখন একটু আগে পাওয়া রুমালটা এগিয়ে দেন এবং বলেন, ‘বিশ্বকাপ নয়, অভিনন্দনের এঁটো চায়ের কাপ ছাড়া আর কিছুই পাবে না পাকিস্তান।’ এরপরেই পাঞ্জাবি ফোক সুরে বেজে ওঠে ‘মওকা! মওকা!’ আর পাঞ্জাবি ভাষাতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে ‘ওয়ার্ল্ড কাপ তো পাপ্পু নু’! অর্থাৎ, তোমরা বিশ্বকাপ পাচ্ছ না।
কাট টু রিয়েল। ফাদার্স ডে’র বিশ্বকাপ ম্যাচেও ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। এর আগে ১৯৯২ সাল থেকে ২০১৫-র বিশ্বকাপ পর্যন্ত ছ’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।  

02nd  July, 2019
 আমেরিকার ন্যাটো সমতুল্য সহযোগী ভারত, সেনেটে পাশ বিল

ওয়াশিংটন, ২ জুলাই (পিটিআই): আমেরিকার ন্যাটো সহযোগী দেশগুলি যে সুবিধা পায়, এবার ভারতকেও সেই সুবিধা দেবে ওয়াশিংটন। এই নিয়ে মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেটে একটি বিল পাশ হয়েছে।
বিশদ

03rd  July, 2019
কিম জং উনের ভাই ছিলেন সিআইএর চর 

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎভাই কিম জং-নাম মার্কিন যুক্তরাষ্ট্রের চর ছিলেন। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে আমেরিকারই একটি শীর্ষ পত্রিকা ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। এক প্রতিবেদনে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, কিম জং-নাম আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্যদাতা ছিলেন।  
বিশদ

02nd  July, 2019
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর প্যারিস, হংকং, সিঙ্গাপুর 

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে প্যারিস, হংকং ও সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপের ৩০ বছরের ইতিহাসে এই প্রথম তিনটি শহর শীর্ষ স্থান দখল করল। ১৩৩টি শহরের উপর সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।  
বিশদ

02nd  July, 2019
চীনা বিজ্ঞানীদের নাপছন্দ আমেরিকার 

‘চীনা পিপলস লিবারেশন আর্মি’-র (পিএলএ) সঙ্গে জড়িত বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির একটি তালিকা তৈরি করতে চলেছে ওয়াশিংটন। এ ব্যাপারে হাউস এবং সেনেটে বিরোধী দুই পক্ষের সদস্য একটি বিলের প্রস্তাব দিয়েছেন সম্প্রতি। 
বিশদ

02nd  July, 2019
দাবদাহে জ্বলছে ফ্রান্স 

প্যারিস: ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এই রেকর্ড ২০০৩ সালে হওয়া দেশটির ৪৪.১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। 
বিশদ

02nd  July, 2019
 তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল জাবির, লন্ডনের আদালতে দাউদ-সঙ্গীর প্রত্যর্পণের বিরোধিতা আইনজীবীর

  লন্ডন, ১ জুলাই (পিটিআই): অন্ধকার জগতের ‘ডন’ দাউদ ঘনিষ্ঠ জাবির মতিকে আমেরিকার হাতে তুলে দেওয়া হলে তার আত্মহত্যার সম্ভাবনা আরও বেড়ে যাবে। প্রত্যর্পণ মামলায় লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার এমনটাই জানালেন জাবির মতি ওরফে জাবির সিদ্দিকের আইনজীবী এডওয়ার্ড ফিৎজগেরাল্ড।
বিশদ

02nd  July, 2019
 ইরানের দাবি

তেহেরান, ১ জুলাই (এএফপি): পরমাণু শক্তি সংগ্রহে নির্ধারিত সীমা পার করা গিয়েছে বলে দাবি করলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ।
বিশদ

02nd  July, 2019
 দুর্নীতি মামলায় গ্রেপ্তার জারদারি

  ইসলামাবাদ, ১ জুলাই (পিটিআই): জেলবন্দি প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পৃথক একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করল পাকিস্তানের দুর্নীতিদমন শাখা। বেশ কয়েক মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে রয়েছেন জারদারি।
বিশদ

02nd  July, 2019
 জেলে বন্দি ভারতীয়দের তালিকা দিল পাকিস্তান

 ইসলামাবাদ, ১ জুলাই (পিটিআই): পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ভারতীয় কয়েদিদের তালিকা দিল ইসলামাবাদ। ভারতীয় হাইকমিশনকে দেওয়া ওই তালিকায় মোট ২৬১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে।
বিশদ

02nd  July, 2019
 ভারতীয় শিখ পুণ্যার্থীদের জন্য খুলল পাক গুরুদ্বার

 লাহোর, ১ জুলাই (পিটিআই): পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে অবস্থিত ৫০০ বছরের পুরনো গুরুদ্বারের দরজা ভারতীয় শিখ পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল। সোমবার পাক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
বিশদ

02nd  July, 2019
 কিম-ট্রাম্পের বৈঠক ‘ঐতিহাসিক’, দাবি উত্তর কোরিয়ার, ‘নাটক’ বলল মার্কিন মিডিয়া

  সিওল, ১ জুলাই (এএফপি): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝটিকা সফর নিয়ে আপ্লুত উত্তর কোরিয়া। তাদের মতে, ‘ঐতিহাসিক’ পদক্ষেপ করলেন ট্রাম্প। অন্যদিকে, মোদি-কিমের বৈঠককে ‘টিভির নাটক’ বলে কটাক্ষ করেছে মার্কিন সংবাদমাধ্যম।
বিশদ

02nd  July, 2019
এমপি হলেই যা ইচ্ছা করা যায় না 

লন্ডন: এমপি পদে জিতলাম তো পাঁচ বছরের জন্য গদি নিশ্চিত হয়ে গেল—অন্তত ব্রিটেনের গণতন্ত্রে এমন কথা প্রযোজ্য নয়। এখানে প্রতিটি কাজের জন্য আইনপ্রণেতাদের জবাবদিহি করতে হয়। অন্যায় করে ধরা পড়লেই সব শেষ। আদালতের দেওয়া শাস্তির পাশাপাশি হারাতে হয় এমপি পদও।  
বিশদ

02nd  July, 2019
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর
কোরিয়ায় পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প

পানপুনজম, ৩০ জুন (এপি): ‘সীমানা পেরিয়ে গর্বিত। বিশ্বের কাছে অসাধারণ একটা দিন।’ শুধু অসাধারণ নয়, দিনটা ঐতিহাসিকও বটে। প্রথম মার্কিন হিসেবে রবিবার উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ‘গর্বিত’ মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎ করলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে।
বিশদ

01st  July, 2019
অনলাইনে বর্ণবিদ্বেষমূলক আক্রমণের শিকার
ভারতীয় বংশোদ্ভূত সেনেটর কমলা

ওয়াশিংটন, ৩০ জুন (পিটিআই): বর্ণবিদ্বেষমূলক আক্রমণের শিকার হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন সেনেটর কমলা হ্যারিস (৫৪)। ‘অ-মার্কিন কৃষ্ণাঙ্গ’ বলে অনলাইনে তাঁকে নিশানা করা হয়েছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে যা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সেদেশের সংবাদপত্রের রিপোর্টে এখবর উঠে এসেছে।
বিশদ

01st  July, 2019

Pages: 12345

একনজরে
লন্ডন, ১৪ জুলাই: এই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সফল বোলার হিসেবে নাম ছিল ইয়ান বথামের। ১৯৯২ বিশ্বকাপে তিনি ১৬ উইকেট নিয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে বথামকে প্রায় ছুঁয়ে ...

  সংবাদদাতা, তারকেশ্বর: শনিবার গভীর রাতে তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত মালপাহাড়পুর গ্রামের বিজেপি কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ফেলে যাওয়া কয়েকটি তাজা বোমাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ...

সংবাদদাতা, শিলিগুড়ি: ডেঙ্গু প্রতিরোধে শিলিগুড়ি শহরের প্রতিটি স্কুল, কলেজ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে শিলিগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। তবে শুধু চিঠি দিয়ে কাজ সারতে চাইছে না পুর কর্তৃপক্ষ।  ...

সংবাদদাতা, ঘাটাল: রবিবার ঘাটাল-পাঁশকুড়া রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে ওই সড়কের চাঁদপুর শিমূলতলায় অবরোধ করা হয়। অবরোধে আটকে পড়ে বিভিন্ন রুটের বহু যাত্রীবাহী বাস সহ অন্যান্য গাড়ি। অবরোধ তুলতে গেলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় সাফল্য ও হতাশা দুই-ই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। মামলা-মোকদ্দমার কোনও পরিবেশ তৈরি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯১৮: সুইডেনের চিত্রপরিচালক ইঙ্গমার বার্গম্যানের জন্ম
১৯৩৬: লেখক ধনগোপাল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ হাসান তিলকরত্নের জন্ম
১৯৭১: মডেল মধু সাপ্রের জন্ম
১৯৭৫: সুরকার মদন মোহনের মূত্যু
২০০৩: অভিনেত্রী লীলা চিটনিসের মূত্যু
২০০৮: বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের মূত্যু

14th  July, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৭০ টাকা ৬৯.৩৯ টাকা
পাউন্ড ৮৪.২৯ টাকা ৮৭.৬০ টাকা
ইউরো ৭৫.৮২ টাকা ৭৮.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
13th  July, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,১৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৩,৮৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  July, 2019

দিন পঞ্জিকা

৩০ আষা‌ঢ় ১৪২৬, ১৫ জুলাই ২০১৯, সোমবার, চতুর্দশী ৫১/৫০ রাত্রি ১/৪৯। মূলা ৩৪/২৮ রাত্রি ৬/৫২। সূ উ ৫/৪/২৫, অ ৬/২০/৪৫, অমৃতযোগ দিবা ৮/৩৬ গতে ১০/২২ মধ্যে। রাত্রি ৯/১২ গতে ১৪/৪ মধ্যে পুনঃ ১/৩০ গতে ২/৫৫ মধ্যে, বারবেলা ৬/৪৪ গতে ৮/২৩ মধ্যে পুনঃ ৩/১ গতে ৪/৪১ মধ্যে, কালরাত্রি ১০/২২ গতে ১১/৪২ মধ্যে।
২৯ আষাঢ় ১৪২৬, ১৫ জুলাই ২০১৯, সোমবার, চতুর্দশী ৫০/৫৭/৪৯ রাত্রি ১/২৭/১৫। মূলানক্ষত্র ৩৬/২৫/৩৩ রাত্রি ৭/৩৮/২০, সূ উ ৫/৪/৭, অ ৬/২২/৪৯, অমৃতযোগ দিবা ৮/৩৬ গতে ১০/২৩ মধ্যে এবং রাত্রি ৯/১৩ গতে ১২/৪ মধ্যে ও ১/২৯ গতে ২/৫৫ মধ্যে, বারবেলা ৩/৩/১০ গতে ৪/৪৩/০ মধ্যে, কালবেলা ৬/৪৩/৫৭ গতে ৮/২৩/৪৮ মধ্যে, কালরাত্রি ১০/২৩/২০ গতে ১১/৪৩/৩০ মধ্যে। 
 ১১ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কোনও পুরানো রোগ থেকে সাবধানতা অবলম্বন করবেন। বৃষ: ধর্মাচারণে মতি আসবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮২০: সাহিত্যিক অক্ষয়কুমার দত্তের জন্ম১৯০৩: রানীতিক কে কামরাজের জন্ম১৯০৪: রুশ ...বিশদ

07:03:20 PM

টলিউডের এক অভিনেত্রীকে অশালীন মেসেজ, গ্রেপ্তার ১ 
টলিউডের এক অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মেসেজ পাঠিয়ে ক্রমাগত উত্যক্ত ...বিশদ

06:55:49 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সেনার পূর্বাঞ্চলীয় প্রধান

06:10:00 PM

খুনের চেষ্টার অভিযোগে দিল্লির দ্বারকায় গ্রেপ্তার ১ 

04:51:00 PM

লাভপুরের আমনাহা গ্রামে পুলিসকে ঘিরে এলাকাবাসীদের বিক্ষোভ 
বীরভূমের লাভপুর থানার আমনাহা গ্রামে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ...বিশদ

04:25:14 PM