গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ পাওয়ার সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ
বাংলার ফিল্ডিং নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করলেও এখনই ফিল্ডিং কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন অরুণলাল। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার সহজ সহজ ক্যাচ ফেলছে। ফিল্ডিং কোচ এসে কি করবে? হতে পারে টেকনিক্যাল দিকগুলো শুধরে দিতে পারে। কিন্তু ক্যাচ ধরার অভ্যাস নিজেকেই করতে হবে।’
দু’বছরের চুক্তিতে সাইরাজ বাহুতুলের জায়গায় বাংলা দলের মেন্টর কাম কোচ হয়েছেন অরুণলাল। তিনি বলেন, ‘আমাকে আরও বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে বলা হয়েছিল। কিন্তু দু’বছরের বেশি সময় দিতে পারব না বলে জানিয়েছি।’ সিএবি’র ভিশন টোয়েন্টি-২০-র কোচ ভি ভি এস লক্ষ্মণ বাংলার প্র্যাকটিসে ছিলেন। তিনি মনোজ তিওয়ারিদের পরামর্শও দিয়েছেন।