কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় কার শরীর-স্বাস্থ্যের অবনতি। প্রেমে সফলতা। বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। সন্তানের বিদ্যাশিক্ষায় উন্নতি।প্রতিকার: ... বিশদ
মোদি-শাহ বিরোধী ঝাঁঝ আরও বাড়িয়ে মমতা বলেন, হিটলার-মুসোলিনির মতো আগে কাউকে দেখিনি। অনেকে জরুরি অবস্থা নিয়ে ইন্দিরাজির সমালোচনা করেন। এখন কী চলছে! এটা তো সুপার ইমার্জেন্সি। স্লোগান তোলেন তৃণমূল সুপ্রিমো— বিজেপি হটাও, দেশ বাঁচাও। দিল্লি কা সরকার বদল দো, বদল দো। গলা মেলায় গোটা মাঠ। ব্রিগেডের মাঠে যে মহাজোট আকার নিয়েছে, তাকে বহুলচর্চিত করার পন্থাও এদিন বাতলে দিয়েছেন মমতাই। বিরোধী দলের সর্বভারতীয় নেতাদের তাঁর পরামর্শ, ‘ইউনাইটেড ইন্ডিয়া’ ব্যানারে যেখানে সভা করবেন, ডাকবেন, যাব। মমতা বলেন, এরপর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আর অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে মহাজোটের সভা হবে, সেই সভায় আমরা যাব।