উত্তরবঙ্গ

নদী, জঙ্গল পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে, পড়ুয়াদের তালিকা চাইলেন বিডিও

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কোনও ছাত্রছাত্রীকে নদী কিংবা চর পেরিয়ে পৌঁছতে হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। কাউকে আবার পেরতে হয় জঙ্গলপথ। এমন অনেক পড়ুয়া রয়েছে, ঠিকমতো যানবাহন না মেলায় যাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যায়। তাদের জন্য এবার বিশেষ ব্যবস্থা করতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলা প্রশাসন। দুর্গম এলাকা থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে, এমন কতজন পড়ুয়া রয়েছে, স্কুলগুলির কাছে তার তালিকা চাইলেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। 
বৃহস্পতিবার ত্রিশটি স্কুলের শিক্ষক-শিক্ষিকে নিয়ে বৈঠক করেন বিডিও। সেখানেই তিনি বলেন, দুর্গম এলাকার বাসিন্দা এমন যদি কোনও পড়ুয়া থেকে থাকে, যাকে নদী কিংবা চর পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। অথবা জঙ্গলপথ ধরে যাতায়াত করতে হবে, তাদের নামের তালিকা জমা দিন। ওইসব পড়ুয়ার জন্য কোনও ব্যবস্থা করা যায় কি না খতিয়ে দেখছে প্রশাসন। 
দু’বছর আগে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়ায়। এছাড়া নাগরাকাটা, বানারহাট এলাকাতেও হাতির হামলার আশঙ্কা রয়েছে। সেকারণেই জেলা প্রশাসনের এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
এদিকে, দুই পঞ্চায়েতের দড়ি টানাটানিতে জলপাইগুড়ি সদর ব্লকে পাঙ্গা নদীর উপর সেতু না হওয়ায় পড়ুয়াদের জল ডিঙিয়ে স্কুলে যেতে হয়। বর্ষার সময় নদীতে জল বেড়ে গেলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তাদের। এদিনের বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে কড়া বার্তা দেন বিডিও। বলেন, এলাকা নিয়ে বাহাদুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের টানাপোড়েনের জেরে সেতু না হওয়ায় নদী পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। এটা কখনওই কাম্য নয়। সংশ্লিষ্ট দুই পঞ্চায়েতকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। আমি প্রধানদের সঙ্গে এনিয়ে আলাদা করে কথা বলব। 
অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পরেশনগর, বৈরাগীডাঙা, আনন্দনগর সহ বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে মুন্নাস হ্যাপি হোম স্কুলে। কিন্তু পাঙ্গা নদীতে সেতু না থাকায় তাদের জল ডিঙিয়ে স্কুলে আসতে হয়। নতুবা ৪ কিমি ঘুরপথে যাতায়াত করতে হয়। মুন্নাস হ্যাপি হোম স্কুলের প্রধান শিক্ষক তয়নকান্তি দাস বলেন, পাঙ্গা নদীতে সেতুর খুবই প্রয়োজন। যেভাবে ঝুঁকি নিয়ে পড়ুয়ারা যাতায়াত করে, তা সত্যিই চিন্তার। - নিজস্ব চিত্র।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা