উত্তরবঙ্গ

কৃষক ছাড়া অন্য কাউকে ধান ক্রয়কেন্দ্রে প্রবেশ করতে নিষেধ

সংবাদদাতা, পুরাতন মালদহ: কৃষক ছাড়া ধান নিয়ে অন্য কাউকে ধান ক্রয় কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধান কেনার প্রক্রিয়ায় গতি আনতে এবং ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরাতন মালদহের নারায়ণপুর কৃষক বাজারেরর ধান ক্রয়কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থেকে বিষয়টি তদারকি করেন সেখানকার পার্চেজ অফিসার হেমন্ত রায়।  তিনি বলেন, চাষি ছাড়া ধান নিয়ে কাউকে ধান ক্রয়কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। নাহলে ভিড় লেগে যাবে। কেন এমন সিদ্ধান্ত? পার্চেজ অফিসারের ব্যাখ্যায়, অনেক সময় দেখা যাচ্ছে, বাড়ি থেকেই কৃষক গাড়িচালককে দিয়ে ধান পাঠিয়ে দিচ্ছেন। তিনি অনেক পরে আসছেন। কেউ বা বিকেল তিনটার পরে আসছেন। এতে আমাদের কাজে সমস্যা হচ্ছে। ধান ক্রয়কেন্দ্রে প্রকৃত চাষি চেনা যাবে কেমন করে? হেমন্তবাবুর বক্তব্য, ধান কেনার জন্য কৃষকদের আগে রেজিস্ট্রেশন হয়েছে। একটা কার্ডও আছে। ওই কার্ড সহ প্রয়োজনীয় নথি দেখা হচ্ছে ঢোকার আগে। জেলার অন্যান্য ধান ক্রয় কেন্দ্রের মতো পুরাতন মালদহ কৃষক বাজারেও সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। পুরাতন মালদহ কৃষক বাজারে প্রতিদিন গড়ে ১৫০০ কুইন্টাল ধান ক্রয় হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সকাল ৯টা থেকে ধান কেনা শুরু হলেও কাজ করতে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। অভিযোগ, কৃষকরা ধান পাঠিয়ে পরে আসছেন। এতে কাজে সমস্যা হচ্ছে। দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এই সিদ্ধান্তের পর ধান কেনার কাজে গতি আসবে বলে মনে করছেন আধিকারিকরা।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা