উত্তরবঙ্গ

গাড়ি ঘুরিয়েও রক্ষা হল না, ৫৩ কেজি গাঁজা সহ ধৃত এক

সংবাদদাতা, মাথাভাঙা: রাস্তায় নাকা চেকিং দেখে চার চাকা গাড়ি ঘুরিয়ে পালাতে গিয়েও শেষরক্ষা হল না। রীতিমতো তাড়া করে উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘোকসাডাঙা থানার পুলিসের জালে ধরা পড়ল এক গাঁজা পাচারকারী। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৫৩ কেজি গাঁজা। এর আনুমানিক বাজারমূল্য প্রায়  সাড়ে তিন লক্ষ টাকা। পুলিস জানিয়েছে, গাড়ি ফেলে ওই পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু, পুলিস কর্মীদের তৎপরতায় ধরা পড়ে সে। ধৃত পাচারকারীর নাম রাজু রাজভর। বাড়ি দিনহাটার আমবাড়ি গ্রাম পঞ্চায়েতে। 
এ ব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার অনিমেষ রায় বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক ও মাথাভাঙা থানার আইসি সহ পুলিসের স্পেশাল মোবাইল ভ্যান রাতে তল্লাশি শুরু করে। রাত দেড়টা নাগাদ পচাগড় নাকা চেকিং পয়েন্টে পুলিস কর্মীদের দেখে একটি সন্দেহজনক গাড়ি দ্রুত উল্টোদিকে ঘুরে পালিয়ে যায়। তাকে ধাওয়া করেন স্পেশাল মোবাইল ভ্যানের পুলিস কর্মীরা। সন্দেহজনক গাড়িটি ঘোকসাডাঙা-মাথাভাঙা রাজ্য সড়কের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় আটক করেন পুলিস কর্মীরা। সেই সময়ে গাড়ি রেখে পালানোর চেষ্টা করে চালক। তৎপরতার সঙ্গে তাকে আটক করেন পুলিস কর্মীরা। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গাঁজার প্যাকেট। 
প্রসঙ্গত, মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়ক গাঁজা পাচারকারীদের অন্যতম রুট হয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে পুলিসের হাতে একাধিক পাচারকারী ধরাও পড়েছে। কিন্তু তারপরও পাচারকারীদের যাতায়াত লেগেই রয়েছে। অভিজ্ঞ মহলের মতে, পুলিসের চোখে ফাঁকি দিয়ে প্রচুর পরিমাণ গাঁজা অন্যত্র পাচার হচ্ছে। অনেক সময়েই পুলিসের হাতে পাচারকারী ধরাও পড়ছে। মাথাভাঙা- কোচবিহার রাজ্য সড়ক ও কোচবিহার-ফালাকাটা জাতীয় সড়ক ধরেই যাতায়াত গাঁজা পাচারকারীদের। যদিও পুলিসের দাবি, নাকা চেকিং পয়েন্ট বসানোর পর থেকে পচাগড়ে একাধিকবার গাঁজা উদ্ধার করা হয়েছে। ধরা পড়েছে বেশ কয়েকজন পাচারকারী। - নিজস্ব চিত্র।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা