উত্তরবঙ্গ

ভেটাগুড়ির সাউথ কর্নার ক্লাবে এবার সোয়া ১৮ হাত কালী, আজ উদ্বোধন

রাজীব বর্মন, দেওয়ানহাট: ভেটাগুড়ি ফুটবল মাঠে সাউথ কর্নার ক্লাবে সোয়া ১৮ হাত কালী প্রতিমায় পুজো হবে। প্রতিবারের মতো এবারও বসেছে মেলা। সাতদিন ধরে চলবে এই মেলা। কাল, শুক্রবার থেকে মেলা শুরু। তবে আজ, বৃহস্পতিবার মধ্যরাতে ভেটাগুড়ির ‘বড়কালী’ বলে পরিচিত এই সোয়া ১৮ হাত কালীর পুজো। আজ সন্ধ্যায় পুজোর উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন কোচবিহার লোকসভা আসনের এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। 
এ বছর সাউথ কর্নার ক্লাবের কালীপুজো ৫১ বছরে পদার্পণ করল। বুধবার রাত পর্যন্ত চলে প্রতিমার কাজ। মৃৎশিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমার গায়ে তুলির টান দিতে, অলঙ্কার দিয়ে সাজাতে ব্যস্ত থাকেন। এবারও সপ্তাহব্যাপী চলা মেলায় সার্কাস, ট্রয় ট্রেন, মিকি মাউসের মতো রাইড এনে বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আসছে হরেকরকম খাবারের দোকান। 
মেলা আয়োজকরা জানিয়েছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায থেকে ব্যবসায়ীরা পসরা নিয়ে হাজির হচ্ছেন দিনহাটার গ্রামীণ এই মেলায়। প্রতিবছর ভেটাগুড়ি সহ আশপাশের দিনহাটা শহর, বুড়িরহাট, দেওয়ানহাট, মাতালহাট, পুঁটিমারি, ভূতকুরা প্রভৃতি এলাকার মানুষ এই পুজো দেখতে ও মেলায় ঘুরতে আসে। মেলার পাশাপাশি মেলা মাঠের একপাশে সাংস্কৃতিক মঞ্চ বাঁধা হচ্ছে। সেখানে হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুজো কমিটির সভাপতি অনন্তকুমার বর্মন, সহ সভাপতি সুনীল রায় সরকার। 
কালীপুজো কমিটির সভাপতি অনন্তকুমার বর্মন বলেন, এ বছর আমাদের ক্লাবের পুজোর ৫১ তম বর্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, সমাজকর্মী বিশু ধর, নুরআলম হোসেন, বিষ্ণুকুমার সরকার প্রমুখ। উদ্বোধনের পর আমরা দর্শনার্থীদের জন্য মণ্ডপের প্রবেশদ্বার উন্মুক্ত করে দেব। 
ক্লাব সম্পাদক বাবাই দে বলেন, আমরা শুধু ক্লাবের পক্ষ থেকে বিশাল করে পুজো করি এমনটা নয়,খেলাধুলোর ক্ষেত্রে কোচবিহার জেলায় আমাদের ক্লাবের একটা আলাদা পরিচিতি রয়েছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সারা বছর সাউথ কর্নার ক্লাব জড়িত থাকে। - নিজস্ব চিত্র।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা