শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা, বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ গেল রেকর্ড থেকে

রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা, বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ গেল রেকর্ড থেকে

নজিরবিহীন ঘটনা বিধানসভায়, বিরোধী দলের বক্তব্য রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হল। গত কয়েদিন ধরেই বিজেপির বিধায়করা বিধানসভায় একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাঁরা শুধুই রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করে যাচ্ছেন। আজ, বৃহস্পতিবার সেলস- ট্যাক্স বিলের উপর আলোচনাতে বিজেপি বিধায়করা বক্তব্য রাখেন। কিন্তু সরকারের জবাবি ভাষণ তারা না শুনে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান। এই পরিপ্রেক্ষিতে রুল অনুযায়ী কড়া নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের বিধায়কদের গোটা বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি। বিধানসভার রুল অনুযায়ী, বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখলে জবাবি ভাষণ শোনা দরকার। কিন্তু তা করেননি বিজেপি বিধায়করা। তার পরিপ্রেক্ষিতে এমনই কড়া নির্দেশ। ঘটনাচক্রে বিজেপি পরিষদীয় দলেও ফাটল দেখা গেল। বিজেপির অন্য বিধায়করা অধিবেশন কক্ষ ছেড়ে চলে গেলেও একা অশোক লাহিড়ি বসে ছিলেন। হয়তো তিনি অর্থনীতি সংক্রান্ত এই বিলের আলোচনা শুনতে চেয়েছিলেন। কিন্তু পরে বিজেপির মুখ্য সচেতক অধিবেশন কক্ষে এসে অশোকবাবুকে বাইরে নিয়ে যান।

রাশিফল