রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

তেলেঙ্গানা মন্ত্রিসভায় এলেন তিন কংগ্রেস বিধায়ক

তেলেঙ্গানা মন্ত্রিসভায় এলেন তিন কংগ্রেস বিধায়ক

তেলেঙ্গানায় মন্ত্রিসভায় এলেন তিন বিধায়ক। বিবেক ভেঙ্কটেশস্বামী, আদলুরি লক্ষ্মণ কুমার ও ভকিতি শ্রীহরি এই তিন কংগ্রেস বিধায়ককে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে। তেলেঙ্গানার সরকারের তরফে গতকাল, বুধবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা অনুযায়ী, বিবেক ভেঙ্কটেশস্বামী পেয়েছেন শ্রম দপ্তর, আদলুরি লক্ষ্মণ কুমারের হাতে গিয়েছে অনগ্রসর জাতি কল্যাণ দপ্তর ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। ভকিতি শ্রীহরি পেয়েছেন প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তর, মৎস্য, ডেয়ারি, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। 

রাশিফল