শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

খুনিদের টাকা পাঠাতে তুতোভাইয়ের অ্যাকাউন্ট ব্যবহার করেছিল সোনম

 মেঘালয়ে মধুচন্দ্রিমায় খুনে পরতে পরতে রহস্য। তদন্ত যতই এগচ্ছে উঠে আসছে নয়া তথ্য। এবার উঠে এল জীতেন্দ্র রঘুবংশীর নাম।

খুনিদের টাকা পাঠাতে তুতোভাইয়ের অ্যাকাউন্ট ব্যবহার করেছিল সোনম

শিলং:  মেঘালয়ে মধুচন্দ্রিমায় খুনে পরতে পরতে রহস্য। তদন্ত যতই এগচ্ছে উঠে আসছে নয়া তথ্য। এবার উঠে এল জীতেন্দ্র রঘুবংশীর নাম। শিলংয়ে হানিমুনে গিয়ে রাজা রঘুবংশী হত্যার নেপথ্যে তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি পুলিস জানতে পেরেছে, কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলে তবেই স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপনের শর্ত রাজাকে দিয়েছিল ২৪ বছরের সোনম। 
ইতিমধ্যে স্বামীকে খুনে সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়াকে গ্রেপ্তার করেছে পুলিস। সেইসঙ্গে তিন সুপারি কিলার আকাশ রাজপুত, বিশাল সিং ও অনন্দকেও গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয় পুলিসের হেফাজতে তাদের জেরা করে উঠে এসেছে জীতেন্দ্রর নাম। কিন্তু কে এই জীতেন্দ্র? তদন্তকারীরা জেনেছেন, জীতেন্দ্র সোনমের তুতোভাই। ভাড়াটে খুনিদের প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য তাঁরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছিল অভিযুক্ত তরুণী। গত ২৩ মে ভাড়াটে খুনিদের অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হয়েছিল। কত টাকা পাঠানো হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জীতেন্দ্র সোনমদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি মূলত অ্যাকাউন্টের বিষয়টি দেখাশোনা করতেন। ব্যবসায়িক লেনদেনও তাঁর মাধ্যমে হতো। সেই কারণেই ভাড়াটে খুনিদের টাকা দেওয়ার জন্য তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে সোনম। এক পুলিস অফিসার জানিয়েছেন,  বিয়ের পরও স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কামাক্ষ্যা মন্দিরে পুজোর শর্ত দিয়েছিল সোনম। সেইমতো মেঘালয়ে মধুচন্দ্রিমা পর্ব কাটিয়ে গুয়াহাটি ফেরার পরিকল্পনা করেছিলেন রাজা। কিন্তু তার আগে স্ত্রী ও তার প্রেমিকের ষড়যন্ত্রে ঝরে যায় তরতাজা তরুণের প্রাণ। গত ১১ মে পরিবারের ইচ্ছায় ২৯ বছরের রাজা রঘুবংশীকে বিয়ে করে সোনম। এরপর ২০ মে গুয়াহাটি হয়ে মেঘালয়ে পৌঁছায় নবদম্পতি। গত ২৩ মে ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে খুন হন রাজা। এরপর ২ জুন পাহাড়ি খাদ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। 

রাশিফল