রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

পহেলগাঁও নিয়ে কুমিরের কান্না পাক প্রধানমন্ত্রীর, নিশানা ভারতকে

পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তবে সেই হামলাকে কাজে লাগিয়েছে ভারত। ঘটনাটিকে ইস্যু করে আঞ্চলিক স্থিতাবস্থা ও শান্তি নষ্ট করেছে তারা। 

পহেলগাঁও নিয়ে কুমিরের কান্না  পাক প্রধানমন্ত্রীর, নিশানা ভারতকে

বাকু (আজারবাইজান): পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। তবে সেই হামলাকে কাজে লাগিয়েছে ভারত। ঘটনাটিকে ইস্যু করে আঞ্চলিক স্থিতাবস্থা ও শান্তি নষ্ট করেছে তারা। শুক্রবার আজারবাইজান থেকে এভাবেই ভারতকে  নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেইসঙ্গে কাশ্মীর নিয়েও ঘুরিয়ে ভারতকে কটাক্ষ করেছেন তিনি। পহেলগাঁও হামলার সপ্তাহ দুয়েকের মাথায় পাকিস্তানের ঘরে ঢুকে অভিযান চালিয়েছিল ভারত। অপারেশন সিন্দুরের সেই ঘা এখনও শুকোয়নি। ভারতের অভিযানের পর থেকে আন্তর্জাতিক মঞ্চেও কোণঠাসা ইসলামাবাদ। এরই মাঝে নিজেদের আড়াল করতে পহেলগাঁও হামলা নিয়ে কুম্ভীরাশ্রু বিসর্জন করলেন সন্ত্রাসে মদতদাতা দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার ‘বন্ধু’ দেশ আজারবাইজানে ইকনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যোগ দিয়েছিলেন শাহবাজ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা দুর্ভাগ্যজনক। তবে এই ঘটনাকে হাতিয়ার করে বিনা প্ররোচনায় বেপরোয়াভাবে হামলা করেছে ভারত। রেহাই পায়নি পাকিস্তানের সাধারণ মানুষও। এর জেরে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হয়েছে।’ এদিনের বক্তব্যে গাজা, ইরান ও কাশ্মীরের প্রসঙ্গও উঠে আসে। শাহবাজের কথায় -বিশ্বের যে কোনও প্রান্তে নিরীহ মানুষদের উপর হামলা, অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান।

রাশিফল