মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বেআইনি নির্মাণের অভিযোগ মিঠুনের বিরুদ্ধে, পেলেন শোকজ নোটিসও

 অবৈধ নির্মাণের অভিযোগ উঠল অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) তরফে ইতিমধ্যে তাঁকে শোকজের নোটিস ধরানো হয়েছে।

বেআইনি নির্মাণের অভিযোগ মিঠুনের বিরুদ্ধে, পেলেন শোকজ নোটিসও

মুম্বই: অবৈধ নির্মাণের অভিযোগ উঠল অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) তরফে ইতিমধ্যে তাঁকে শোকজের নোটিস ধরানো হয়েছে। যদিও বিজেপি নেতার দাবি, কোনও অবৈধ নির্মাণ হয়নি। 
মহারাষ্ট্রের মালাডের মাড এলাকার এরাঙ্গল গ্রামে হীরাদেবী মন্দিরের কাছে একটি বাড়ি রয়েছে মিঠুনের। অভিযোগ, পুরসভার অনুমতি না নিয়েই সেটির গ্রাউন্ড ফ্লোর তৈরি করেছেন। পাশাপাশি ওই বাড়ির সংস্কারও করেছেন। এর প্রেক্ষিতে গত ১০ মে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে মিঠুনকে। সন্তোষজনক উত্তর না দেওয়া হলে, ওই নির্মাণ ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। তবে কেবল মিঠুন নন, এরাঙ্গল এলাকায় কমপক্ষে ১৩০টি বেআইনি নির্মাণের খোঁজ পেয়েছে পুরসভা। প্রশাসনের দাবি, ওই এলাকায় প্রচুর বাংলো রয়েছে, যা অবৈধভাবে তৈরি করা হয়েছে। সেই প্রত্যেকটি বাংলোর মালিককে নোটিস পাঠানো হয়েছে। জবাব না-এলে ৩১ মে’র মধ্যে সেগুলি ভেঙে ফেলা হবে। এই প্রসঙ্গে মিঠুন অবশ্য বলেছেন, ‘অবৈধ নির্মাণ হয়নি। আশেপাশের সকলের কাছেই নোটিস গিয়েছে। যথাযথ উত্তর দেব।’