শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা

শেখ হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশে ক্রমশই মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতীদের তাণ্ডব। বিশেষ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে বাংলাদেশে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা

ঢাকা, ১২ জুন: শেখ হাসিনা পরবর্তী যুগে বাংলাদেশে ক্রমশই মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতীদের তাণ্ডব। বিশেষ করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে অত্যাচারের ঘটনা বেড়ে গিয়েছে বাংলাদেশে। মাথাচাড়া দিচ্ছে মৌলবাদ। এমনটাই অভিযোগ। এবার সেই অত্যাচার ও দুষ্কৃতী তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িও। জানা গিয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর পৈতৃক বাড়ি যা রবীন্দ্র কাছারিবাড়ি হিসেবে পরিচিত, সেখানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। গত, মঙ্গলবার ভাঙচুর চালানো হয় কবিগুরুর সেই বাড়িতে।

একদল দুষ্কৃতী করেছে সেই কাজটি। ঘটনার সূত্রপাত গত ৮ জুন রবিবার। সেদিন এক ব্যক্তির সঙ্গে বাইক পার্কিং নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন রবীন্দ্র কাছারিবাড়ির এক কর্মী। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই পৈতৃক বাড়িতে বর্তমানে গড়ে উঠেছে রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম। সেই মিউজিয়ামে গিয়েই গত রবিবার এক কর্মীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এক ব্যক্তি। তার অভিযোগ, ওই মিউজিয়ামের কর্মী হেনস্তা করেছেন তাকে। যার প্রতিবাদে গত মঙ্গলবার রবীন্দ্র কাছারিবাড়ির সামনে মানববন্ধন করেন কয়েকজন। অভিযোগ, তখনই একদল দুষ্কৃতী  রবীন্দ্র বিরোধী স্লোগান দিতে দিতে ভিতরে ঢুকে ভাঙচুর করতে থাকে।

একাধিক আসবাবপত্র, জানলা, দরজা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। প্রায় ৪০-৫০ জনের দল হামলা চালায় কবিগুরুর পৈতৃক সম্পত্তির উপর। ভাঙচুর চালানো হয় অডিটোরিয়ামেও। যার ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র কাছারিবাড়ি ও মিউজিয়াম। গোটা ঘটনার তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। যদিও বিশ্বকবির পৈতৃক ভিটেতে এই হামলা অসম্মানের। এই হামলা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তাঁর আরও অভিযোগ, বাংলাদেশের জামাত নেতারা এইসব কর্মকাণ্ড করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নিয়েছিলেন। তখন এই কাছারি বাড়িটি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল।

রাশিফল