ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ কক্ষপথে পৌঁছল না কৃত্রিম উপগ্রহ
ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম অভিযান। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল পিএসএলভি রকেট।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৯, ২০২৫
শ্রীহরিকোটা: ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম অভিযান। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল পিএসএলভি রকেট। প্রক্রিয়ার প্রথম দু’ধাপ নির্বিঘ্নে কেটে যায়। তবে তৃতীয় ধাপ শুরু হতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ২০৩ সেকেন্ডের মাথায় যাবতীয় সমস্যার সূত্রপাত। ফলে মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হয় ইসরো। গবেষণা সংস্থার চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন বলেন, ‘গোটা প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।’ এখনও পর্যন্ত ইসরোর ৬৩টি অভিযানে অত্যাধুনিক পিএসএলভি রকেট ব্যবহার করা হয়েছে। তার মধ্যে মাত্র তিনটি অভিযান ব্যর্থ হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফ্লেক্স নজেল সিস্টেমে সমস্যার জেরেই গন্তব্যে পৌঁছতে পারেনি পিএসএলভি।
রবিবার ভোর ৫টা ৫৯ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে গন্তব্যে পাড়ি দিয়েছিল পিএসএলভি। গোটা ঘটনার সরাসরি সম্প্রচার করছিল ইসরো। চার ধাপে কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে পৌঁছনোর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল । ডঃ নায়ায়ণন বলেছেন, প্রথম দু’টি ধাপ নির্বঘ্নেই সম্পন্ন হয়। তৃতীয় ধাপে প্রবেশ করতেই যান্ত্রিক সমস্যা দেখা দেয়। মোটর কেসের চেম্বারের চাপ কমে যাওয়ায় ভেস্তে যায় অভিযান। পৃথিবী থেকে ৪৫০ কিমি উপরে এই সমস্যা ধরা পড়ে। সম্প্রচারের মাঝেই খারাপ খবর শোনান ইসরো প্রধান।
এবিষয়ে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘তৃতীয় ধাপের এই সলিড মোটর নির্মাণের ক্ষেত্রে আমরা একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তবে এই মুহূর্তে ফের সমস্যা দেখা দেওয়া উচিত নয়। ইসরোর টিম নিশ্চয়ই ত্রুটির কারণ খুঁজে বের করবে। ওদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’ এদিন কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ দেখতে উৎসাহীদের ভিড় জমেছিল। তবে নিরাপত্তার কারণে তাদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। ভারত-পাকিস্তানের মধ্যে চলতি পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত। উৎক্ষেপণ দেখতে আসা এক কিশোর জানায়, ‘রানিপেট থেকে এসেছি। অনেকটা দূর থেকে এখানে পৌঁছেছি। তবে সাম্প্রতিক পরিস্থিতির জেরে উৎক্ষেপণস্থল দেখার সুযোগ পাইনি। তা সত্ত্বেও এখানে আসতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি।’
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 14, 2025
অমৃত কথা
-
ধ্যান
- post_by বর্তমান
- জুন 14, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 14, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 14, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 14, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 13, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 13, 2025