নববর্ষে আপনার ভাগ্য কেমন থাকবে? জানুন আজকের রাশিফল

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ২২, ২০২৫
মেষ: দুপুর থেকে কাজকর্মে অগ্রগতি হবে। হস্তশিল্পীদের কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। নতুন কর্মসংস্থানের যোগাযোগ পেতে পারেন।
বৃষ: কাজকর্ম ও বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। চারুকলার নৈপুণ্যের স্বীকৃতি লাভ ও সেই সূত্রে উপার্জন বৃদ্ধি। ঈশ্বর ভক্তি।
মিথুন: কাজকর্মে বাধা থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব। পেটের সমস্যা বাড়বে।
কর্কট: সৃজনশীল কর্মের জন্য সামাজিক বা রাজ্যস্তরে সম্মান প্রাপ্তির যোগ। জ্ঞাতি বা পড়শির সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে।
সিংহ: লেখক শিল্পী প্রমুখের পক্ষে দিনটি শুভ। জ্ঞানীজনের সঙ্গ লাভ ও শুভ যোগাযোগ প্রাপ্তি। দেহে আঘাত লাগতে পারে।
কন্যা: একাধিক সূত্রে ধনলাভ ও সঞ্চয়ের যোগ। হঠকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করে কাজ করে বিপদের আশঙ্কা। চিত্তে চাঞ্চল্য।
তুলা: শিল্পী সাহিত্যিকদের সৃজনশীল কর্মের স্বীকৃতি ও সম্মান প্রাপ্তির যোগ। অর্থ ভাগ্য বিশেষ শুভ। প্রেম-প্রণয় যোগ আছে।
বৃশ্চিক: কাজকর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধির যোগ। সাধুজনের সঙ্গ লাভ ও মানসিক শান্তি। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে।
ধনু: কাজকর্ম ভালো হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় বিলম্বিত যোগাযোগ হাতছাড়া করলে মুশকিলে পড়বেন। পেটের সমস্যা হতে পারে।
মকর: সৃজনশীল কাজকর্মের স্বীকৃতি, প্রতিভার বিকাশ ও সম্মান লাভ। পতঙ্গবাহিত রোগ ব্যাধিতে ভোগান্তি।
কুম্ভ: সামাজিক কল্যাণকর্মে অংশগ্রহণ ও খ্যাতি লাভের যোগ। অর্থকড়ি ও ব্যবসায়িক দিকটি বিশেষ অনুকূল।
মীন: ধর্মগ্রন্থপাঠ ও দেবারাধনায় মানসিক প্রফুল্লতা। ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি। আর্থিক বল বৃদ্ধি পাবে।
related_post
এখনকার দর
-
রুপোর দাম (২৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 27, 2025
-
ডলার (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
পাউন্ড (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
ইউরো (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
রূপোর দাম (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
নিফটি ৫০ (২৫/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 25, 2025