রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

আমেরিকায় গ্রেপ্তার পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল

প্রতারণা মামলায় মার্কিন মুলুকে তিন বছরের জেল হয়েছিল পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহালের। সাজার মেয়াদ শেষে গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন তিনি। 

আমেরিকায় গ্রেপ্তার পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল

নয়াদিল্লি ও নিউ ইয়র্ক: প্রতারণা মামলায় মার্কিন মুলুকে তিন বছরের জেল হয়েছিল পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহালের। সাজার মেয়াদ শেষে গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন তিনি। পরদিনই অর্থাৎ শুক্রবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ঋণ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করল মার্কিন প্রশাসন। আর্থিক তছরূপ মামলায় নেহালকে হাতে পেতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। নীরবের ভাইয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে আন্তর্জাতিক সংস্থা। তার ভিত্তিতেই শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতেও পেশ করেছে মার্কিন প্রশাসন। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। সেখানে জামিনের আবেদন জানাতে পারবেন নীরবের ভাই। ওই দিন আদালতে প্রত্যর্পণের আর্জি জানাতে পারে সিবিআইও।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পিএনবির অর্থ তছরুপ মামলায় অভিযুক্তদের তালিকায় নীরব মোদি ও মেহুল চোকসির সঙ্গে নাম রয়েছে নেহালেরও। ইডি জানিয়েছিল, নেহাল তথ্য-প্রমাণ নষ্ট করেছিলেন। নীরবের বেআইনি কাজকর্মে মদতও দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, পিএনবি দুর্নীতি প্রকাশ্যে আসতেই নীরবের এক ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে হাত মিলিয়ে নেহাল ৫০ কেজি সোনা ও বিপুল অর্থ দুবাই থেকে অন্যত্র সরিয়েছিলেন। পাশাপাশি, তদন্তকারী সংস্থার কাছে তাঁর নাম গোপন রাখতেও ডিরেক্টরদের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে, দুর্নীতির বিপুল অর্থ ঘুরপথে ভুয়ো সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেকারণেই নেহালকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। 
৪৬ বছরের নেহালের জন্ম বেলজিয়ামে। ২০২১ ও ২০২২ সালেও তাঁকে প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল সিবিআই। কিন্তু, মার্কিন জেলে বন্দি থাকায় তা সম্ভব হয়নি। কিন্তু, এবার তাঁর মুক্তির খবর পেতেই সক্রিয় হয়ে ওঠে তদন্তকারী সংস্থা। মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন আধিকারিকরা। 
 পিএনবি কাণ্ডে নীরব মোদি ও তাঁর কাকা মেহুল চোকসি ১৩ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক প্রতারণা করেছেন বলে অভিযোগ। কিন্তু, পিএনবি অভিযোগ জানানোর কয়েক সপ্তাহ আগেই দেশ ছেড়ে পালিয়ে যান নীরব ও মেহুল। ২০১৯ সালের মার্চ মাসে ব্রিটেনে নীরবকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি লন্ডনের জেলে বন্দি। তাঁর ভারতে প্রত্যার্পণ নিয়ে মামলা চলছে। অন্যদিকে, অ্যান্টিগাতে ঘাঁটি গেড়েছেন মেহুল। 

রাশিফল