শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

উত্তরপ্রদেশে ‘ফুয়েল সারচার্জ’ চালু, বেড়ে গেল বিদ্যুতের বিল

উত্তরপ্রদেশবাসীর মাথায় হাত। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল আচমকা অনেক বেড়ে গেল। কেন? জানা গেল বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত হয়েছে হঠাৎ ফুয়েল সারচার্জ।

উত্তরপ্রদেশে ‘ফুয়েল সারচার্জ’ চালু, বেড়ে গেল বিদ্যুতের বিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশবাসীর মাথায় হাত। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল আচমকা অনেক বেড়ে গেল। কেন? জানা গেল বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত হয়েছে হঠাৎ ফুয়েল সারচার্জ। এবার থেকে এই ভাবেই আসবে বিল। ১.২৪ শতাংশ জ্বালানি সারচার্জ যুক্ত হচ্ছে। যা সরবরাহ সংস্থা দেবে উৎপাদন সংস্থাকে। কিন্তু বোঝা শেষ পর্যন্ত চাপছে গ্রাহকের উপরেই। মাল্টি ইয়ার ট্যারিফ ডিস্ট্রিবিউশন রেগুলেশন অনুযায়ী এবার থেকে উত্তরপ্রদেশের বিদ্যুৎ ব্যবস্থায় কার্যকর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ।  ২০২৯ সাল পর্যন্ত এই সারচার্জ আদায় করা হবে গ্রাহকের থেকে। উত্তরপ্রদেশের সাড়ে তিন কোটি বিদ্যুৎ গ্রাহকের থেকে আদায় করা হবে এই সারচার্জ। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ গ্রাহক সংগঠনগুলির অভিযোগ, অতীতে অনেক বেশি টাকা আদায় করে ৩৩ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বিল জমা হয়েছে। আদতে এই অতিরিক্ত টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার কথা বিদ্যুৎ সংস্থার। অথচ তার পরিবর্তে উলটে আবার নতুন করে নতুন সারচার্জ বসানো হচ্ছে। বিদ্যুৎ গ্রাহক কাউন্সিলের অভিযোগ এরকম ডাবল ইঞ্জিন সরকারের আচ্ছে দিন আসবে এরকম প্রত্যাশা করা যায়নি।