শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা

মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা

কলকাতা, ২৪ জুন ২০২৫: মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি বা প্রায় স্বাভাবিক। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী।

গতকাল সকাল ৬টা ৩০ মিনিট থেকে আজ সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ২.৫ মিলিমিটার। ২৩ জুন সকাল ৮টা ৩০ মিনিট থেকে হিসাব করলেও একই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

হাওয়া অফিসের তথ্য বিশ্লেষণে মনে করা হচ্ছে, একদিকে বৃষ্টি, অন্যদিকে আর্দ্রতা বেশি থাকার কারণে শহরবাসীকে দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি সহ্য করতে হতে পারে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়ও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে।

রাশিফল