রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার। গুজরাতে তাদের বোয়িং বিমান ভেঙে পড়ার পর থেকেই নানান বিভ্রাটে নাজেহাল এই সংস্থা। এবার মাঝ আকাশে ভুয়ো বোমাতঙ্কের শিকার এয়ার ইন্ডিয়ার বিমান।

দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

বার্মিংহাম: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার। গুজরাতে তাদের বোয়িং বিমান ভেঙে পড়ার পর থেকেই নানান বিভ্রাটে নাজেহাল এই সংস্থা। এবার মাঝ আকাশে ভুয়ো বোমাতঙ্কের শিকার এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার ব্রিটেনের বার্মিংহাম থেকে দিল্লি রওনা হয় এয়ার ইন্ডিয়ার এআই১১৪। বিমানটি যখন মাঝ আকাশে, আচমকাই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই তড়িঘড়ি রিয়াধে জরুরি অবতরণ করে বিমানটি। প্রত্যেক যাত্রীকে নামিয়ে বিমানটি পরীক্ষা করা হয়। তবে কোনও বোমা পাওয়া যায়নি। স্বস্তি ফেরে বিমানকর্মীদের মধ্যে। 
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিমানটি নিরাপদে অবতরণ করে। সব যাত্রীকে নামিয়ে বিমানটির নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে।’ সংস্থাটি আরও জানিয়েছে, ‘যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’ সূত্রের খবর, যাত্রীদের বিমানবন্দর লাগোয়া হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে যাত্রীদের দিল্লিগামী বিমানে তুলে দেওয়া হবে। বিমানের উড়ানের উপর নজরদারি ওয়েবসাইট ফ্লাইটর‌্যাডার২৪-এর খবর অনুযায়ী শুক্রবার রাত ৮টা ২৬ নাগাদ বিমানটি বার্মিংহাম থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়। 

রাশিফল