মঙ্গলবার, 08 জুলাই 2025
Logo
  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স ব্যাপক ক্ষতিগ্রস্ত, পাঠানো হবে আমেরিকায়

ব্ল্যাক বক্সেই লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের দুর্ঘটনার রহস্য। কিন্তু বিস্ফোরণের অভিঘাতে সেটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তা এতটাই যে সেখান থেকে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জোগাড় করাই মুশকিল। 

অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স ব্যাপক ক্ষতিগ্রস্ত, পাঠানো হবে আমেরিকায়

নয়াদিল্লি: ব্ল্যাক বক্সেই লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের দুর্ঘটনার রহস্য। কিন্তু বিস্ফোরণের অভিঘাতে সেটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তা এতটাই যে সেখান থেকে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জোগাড় করাই মুশকিল। তাই রহস্য উদ্ঘাটনে এবার সেই ব্ল্যাক বক্স আমেরিকায় পাঠানো হবে বলেই সরকারি সূত্রে খবর। যদিও তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিরাপত্তা ও প্রযুক্তির কথা মাথায় রেখেই কোন দেশে ব্ল্যাক বক্স পরীক্ষার জন্য পাঠানো হবে, সেব্যাপারে সবুজ সঙ্কেত দেবে কেন্দ্র। 
ব্ল্যাক বক্সের মূলত দু’টি অংশ। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। পাইলটদের কথাবার্তার পাশাপাশি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে এটি থেকে। কিন্তু আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে দু’টি অংশই ভালোরকম ক্ষতিগ্রস্ত। সেগুলি এখন ওয়াশিংটন ডিসির ‘ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডে’ পাঠানোর ভাবনাচিন্তা চলছে। টেনের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিমও সেই ব্ল্যাক বক্স পরীক্ষা করতে আগ্রহী।
গত ১২ জুন টেক অফের অল্প সময়ের মধ্যে আমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বিমানটি আমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৪১ জনের। দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদ থেকে উদ্ধার হয় এফডিআর। চারদিন পর উদ্ধার হয় সিভিআর। বিমান দুর্ঘটনার পর আগুনে ঝলসে সেগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তদন্তকারীদের।

রাশিফল