বিরলতম খনিজ পদার্থ ও চুম্বক চীন থেকে আমদানি করতে পারবে আমেরিকা, বেজিংয়ের সঙ্গে বাণিজ্যে সমঝোতা ওয়াশিংটনের!
আমেরিকা ও চীন কী কাছাকাছি চলে এল তবে? এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ আজ, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর রীতিমতো সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৫, ২০২৫
ওয়াশিংটন, ১২ জুন: আমেরিকা ও চীন কী কাছাকাছি চলে এল তবে? এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ আজ, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর রীতিমতো সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। এদিন ট্রাম্প বলেন, চীন থেকে বিরলতম খনিজ পদার্থ ও চুম্বক এবার থেকে আমদানি করতে পারবে আমেরিকা। চীনের পড়ুয়ারা মার্কিন মুলুকে পড়তে গেলে তাদের স্টুডেন্টস ভিসা নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হবে না। ড্রাগনের দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলিতেই সহমত হয়েছে আমেরিকা। এমনকী দুই দেশের মধ্যে শুল্ক নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প গোটা বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমরা মোট ৫৫ শতাংশ শুল্ক পাচ্ছি, চীন ১০ শতাংশ পাচ্ছে। সম্পর্ক চমৎকার! বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এই বিষয়গুলিতে আমরা সহমত হয়েছি।’ ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে ব্রিটেনের পর সবচেয়ে বেশি আপত্তি জানিয়ে ছিল চীনই।
যদিও বিশ্বের ধারণা ছিল চীনের, আমেরিকার প্রতি বিরোধিতা স্বাভাবিক। কিন্তু বাণিজ্য ক্ষেত্রে সমঝোতা করতে ও শুল্ক নিয়ে আলোচনায় ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে কেটেছে দূরত্ব। দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতে ইতি টানার জন্যই লন্ডনে গত দু’দিন ধরে বৈঠকে বসে আমেরিকা ও চীনের প্রতিনিধিরা। তাঁদের সেই বৈঠকের পরেই এদিন এমন সিদ্ধান্তে পৌঁছয় আমেরিকা। বাণিজ্য সংঘাত কাটাতে লন্ডনে আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট, বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং। যদিও চীনের সঙ্গে এই সমঝোতা এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং নিজের মতামত জানাবেন এবং মার্কিন প্রেসিডেন্ট অনুমোদন দিলে তবেই সমঝোতা চূড়ান্ত হবে।
related_post
অমৃত কথা
-
‘বিবেকচূড়ামণি’
- post_by বর্তমান
- জুলাই 19, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025