বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

তেলেঙ্গানায় স্ত্রীর প্রেমিককে গাছে বেঁধে মারধর, মৃত্যু

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। প্রেমিককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মারধরের জেরে ৩৪ বছর বয়সি প্রেমিকের মৃত্যু হয়েছে।

তেলেঙ্গানায় স্ত্রীর প্রেমিককে গাছে বেঁধে মারধর, মৃত্যু

হায়দরাবাদ: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী। প্রেমিককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মারধরের জেরে ৩৪ বছর বয়সি প্রেমিকের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার নালগোন্ডা শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম নরসিং জনাইয়া। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। গত আট বছর ধরে গ্রামের বাসিন্দা ধনম্মা নামক এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ধনম্মার স্বামী নাগারাজু বিষয়টি জানতে পেরেছিলেন। গত বছর এর জন্য পুলিসে অভিযোগও করেন তিনি। তার ভিত্তিতে আইনি বিপাকে জড়িয়ে পড়েন নরসিং। গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে। যদিও পরে তিনি জামিন পান। গত শুক্রবার ধনম্মার বাড়িতে যান নরসিং। সেই সময় বাড়িতে ছিলেন না নাগারাজু। ধনম্মা ও নরসিংয়ের মধ্যে বচসা বাঁধে। আচমকা সেখানে চলে আসেন নাগারাজু। নরসিংয়ের উপরে ক্ষুব্ধ হন তিনি। তাঁকে গাছে বেঁধে মারধর করেন। চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে জ্ঞান হারান নরসিং। প্রতিবেশীরাও এগিয়ে আসেননি। পরে নরসিংয়ের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।

রাশিফল