শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

হানিমুন মার্ডার, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার দুই

হানিমুন মার্ডার মামলায় গ্রেপ্তার আরও দুই। পুলিসের জালে মধ্যপ্রদেশের এক দালাল এবং সিকিউরিটি গার্ড। জানা গিয়েছে,  সিলোল জেমস নামে ওই দালালের মাধ্যমে ইন্দোরে একটি ফ্ল্যাট ভাড়া নেয় রাজার তিন খুনির একজন।

হানিমুন মার্ডার, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার দুই

ইন্দোর (মধ্যপ্রদেশ): হানিমুন মার্ডার মামলায় গ্রেপ্তার আরও দুই। পুলিসের জালে মধ্যপ্রদেশের এক দালাল এবং সিকিউরিটি গার্ড। জানা গিয়েছে,  সিলোল জেমস নামে ওই দালালের মাধ্যমে ইন্দোরে একটি ফ্ল্যাট ভাড়া নেয় রাজার তিন খুনির একজন। রাজাকে খুনের পর সেই ফ্ল্যাটেই গা ঢাকা দিয়েছিল সোনম। পুলিসের জেরায় সোনম জানায়, ৮জুন ওই ফ্ল্যাট থেকেই সে গাজীপুর গিয়েছিল। ফ্ল্যাটে একটা কালো ব্যাগ ভুলে রেখে যায় সোনম। পুলিসকে একথা জানিয়ে সোনম বলে, ইন্দোরের ওই ফ্ল্যাটে রাখা আছে তার মোবাইল, রাজার গয়না, পাঁচ লক্ষ টাকা আর একটা পিস্তল। কিন্তু ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও এসবের কিছুই উদ্ধার করতে পারেনি পুলিস। এরপরই সামনে আসে দালাল সিলোল জেমসের নাম। ব্যাগ এবং জিনিসপত্রের ব্যাপারে প্রশ্ন করলে সম্পূর্ণ অস্বীকার করে সে। সন্দেহ মেটাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। তাতে দেখা যায়, সিলোল ওই ফ্ল্যাটে ঢুকছে। এ ব্যাপারে প্রশ্ন করায় নতুন অজুহাত দিতে শুরু করে সিলোল। এবার অবশ্য ছাড় মেলেনি। সিলোলকে গ্রেপ্তার করা হয়। পুলিসের প্রাথমিক অনুমান, ঘটনার পর ফ্ল্যাটে গিয়ে কালো ব্যাগ সহ সমস্ত প্রমাণ লোপাট করেছিল সিলোল। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ওই বিল্ডিং-এর সিকিউরিটি গার্ডকে। আপাতত এই দুজনকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে মেঘালয় পুলিস।  

রাশিফল